Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে নারী দল ঘোষণা


১০ আগস্ট ২০১৯ ২৩:৫১

নারী টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে ১৪ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বিসিবি। আসন্ন বাছাইপর্বের ম্যাচগুলোতে বা হাঁটুর চোটের কারণে দলকে নেতৃত্ব দিতে পারছেন না রুমানা হক। তার স্থলাভিষিক্ত হয়েছেন ওয়ানডে দলপতি সালমা খাতুন।

১৪ সদস্যের ঘোষিত দলে আছেন- সালমা খাতুন (অধিনায়ক), মুর্শিদা খাতুন হ্যাপি, জাহানারা আলম, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সানজিদা ইসলাম, সোবহানা মোস্তারি, রিতু মনি, খাদিজাতুল কুবরা, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, শায়লা শারমিন, নিগার সুলতানা জ্যোতি ও শামিমা সুলতানা।

বিজ্ঞাপন

স্ট্যান্ড বাই: সুরাইয়া আজমিম ছন্দা, লতা মন্ডল ও শারমিন আক্তার সুপ্তা।

আগামী ৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর স্কটল্যান্ডে বসবে ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। দুই গ্রুপে ভাগ হয়ে এতে অংশ নেবে আটটি দেশ। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সুযোগ পাবে বিশ্বকাপ খেলার।

স্কটল্যান্ডের আগে ১০ দিনের প্রস্ততি ক্যাম্পে অংশ নিতে ১৫ আগস্ট নেদারল্যান্ডসের উদ্দেশ্যে দেশ ছাড়বে নারী ক্রিকেট দল। প্রস্তুতি ক্যাম্পে ডাচ ও থাই মেয়েদের সঙ্গে এশিয়া কাপ চ্যাম্পিয়নদের চারটি অনুশীলন ম্যাচ খেলার কথা রয়েছে।

টপ নিউজ নারী টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশ নারী ক্রিকেট দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর