ফের ভারতের কাছে হেরে রানার্স আপ বাংলাদেশ
১২ আগস্ট ২০১৯ ১৬:২২
সিনিয়রদের পথই অনুসরণ করেছে বাংলাদেশের জুনিয়ররা। ভারতের কাছে হেরেই অনেকগুলো টুর্নামেন্টে রানার্স আপের দুঃখ নিয়ে ফিরতে হয়েছে তামিম-সাকিবদের। দেশের যুবারাও ভারতের কাছে হেরে রানার্স আপ হয়ে বিদায় নিয়েছে ত্রিদেশীয় সিরিজ থেকে।
ইংল্যান্ড-ভারতকে নিয়ে অনূর্ধ্ব-১৯ বয়সের বাংলাদেশের যুবাদের সিরিজটা দুর্দান্তই ছিল। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই ফাইনালে পা রেখেছিল মাহমুদুল-ইমন-আকবররা।
তবে, ফাইনাল ম্যাচে ভারতের কাছে ছয় উইকেটে হেরেছে বাংলাদেশ। ৮ বল বাকী থাকতেই দেশের যুবাদের টার্গেট পেরিয়ে যায় ভারত।
ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি আর পারভেজ হোসেইন ইমনের ফিফটি দৃঢ়তায় ২৬৪ রানের সম্মানজনক টার্গেট এনে দেয় বাংলাদেশ।
পরে বোলিং ব্যর্থতায় হারতে হয় বাংলাদেশকে। ভারতের প্রথম পাঁচ ব্যাটসম্যানের চারজনই ফিফটি হাঁকিয়ে ম্যাচটা বেরিয়ে নিয়ে চলে যায়। অধিনায়ক পিকে জর্জ সর্বোচ্চ ৭৩ রান করেন।
রাকিবুল একাই নেন দুই উইকেট। মৃত্তুঞ্জয় ও শরিফুল নেন একটি করে উইকেট। রানার্স আপের দুঃখ নিয়েই তাই ইংল্যান্ডের মাটি থেকে বিদায় নিতে হয়েছে দেশের যুবাদের।