Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলির সেঞ্চুরিতে ক্যারিবিয়ানদের সঙ্গে ভারতের সহজ জয়


১২ আগস্ট ২০১৯ ১৬:৩৬

বিশ্বকাপে রান পেলেও শতকের দেখা মেলেনি বিরাট কোহলির ব্যাট থেকে। বিশ্বকাপ থেকে ফিরেই যেন ব্যাটটাকে আবার চেনালেন। বিশ্বকাপ পরবর্তী প্রথম ওয়ানডেতেই সেঞ্চুরি করে ফিরলেন ২২ গজ থেকে। ক্যারিবিয়ানদের সঙ্গে তার রেকর্ড শতকেই জয় নিয়ে সিরিজে এগিয়ে গেল সফরকারিরা।

ব্রায়ান লারা স্টেডিয়ামে একদিকে যখন লারারই রেকর্ড ভেঙেছেন ক্রিস গেইল। ঠিক বিপক্ষ দলে ভারতের হয়েও সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছেন কোহলি। গাঙ্গুলির রেকর্ড ভেঙে এখন দ্বিতীয় সর্বোচ্চ ওয়ানডে রানের সংগ্রহ কোহলির।

বিজ্ঞাপন

টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজদের ধবলধোলাই করে ওয়ানডেতেও জয় দিয়ে সিরিজ শুরু করেছে কোহলিরা। এ দিনও টসে জেতেন বিরাট। নেন ব্যাট করার সিদ্ধান্ত। প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরেন চোট সারিয়ে ফেরা শিখর ধাওয়ান। চোট সারলেও ফর্মটা বোধহয় ইংল্যান্ডেই ফেলে এসেছেন এই বাঁহাতি ওপেনার। তারপর খেলা ধরলেন সেই রোহিত-কোহলি জুটি। এ দিন অবশ্য রোহিতের থেকে বেশি আক্রমণাত্মক দেখাচ্ছিল বিরাটকে। ম্যাচের পঞ্চম ওভারেই তিনি পাক কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের ক্রিকেটে করা সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দেন।

১৯ রান করে বাজে শট খেলে আউট হন রোহিত। চারে নামা পন্থও খেলার গতির বিপরীতে বোল্ড হয়ে ফেরেন। অন্যদিকে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। তাঁর সঙ্গে পার্টনারশিপ গড়েন ভারতের আরেক তরুণ প্রতিভা শ্রেয়স আইয়ার। বেশি সুযোগ না পেলেও এ দিন সুযোগ কাজে লাগালেন শ্রেয়স। বিরাটের সঙ্গে মিলে তিনিও হাফসেঞ্চুরি করেন।

এর মধ্যেই নিজের ৪২ তম সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট। শেষ পর্যন্ত ১২০ রানে আউট হন তিনি। শ্রেয়সও ৭১ রান করেন। ৫০ ওভারে ৭ উইকেট ২৭৯ তোলে ভারত।

বিজ্ঞাপন

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। মাঝে বৃষ্টিতে খেলা কিছুক্ষণ বন্ধ থাকায় ডাকওয়ার্থ লুইস নিয়মে টার্গেট হয় ৪৬ ওভারে ২৭০। কিন্তু বড় পার্টনারশিপ হয়নি ক্যারিবিয়ানদের। এভিন লুইস ৬৫ ও নিকোলাস পুরান ৪২ করেন। বাকিরা সেরকম বড় রান পাননি। ফলে ৪২ ওভারে ২১০ রানে অলআউট হয়ে যায় তারা। ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার ৪ এবং মহম্মদ শামি ও কুলদীপ যাদব ২টি করে উইকেট পান।

এ দিন ৫৯ রানে জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। বাকি আর একটা ম্যাচ। অর্থাৎ সিরিজ যে ভারত হারবে না, তা নিশ্চিত। এখন পরের ম্যাচও এই মাঠে জিতেই একদিনের সিরিজ শেষ করতে চান বিরাটরা।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিস গেইল বিরাট কোহলি ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর