Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টার মিলান থেকে বায়ার্ন মিউনিখে পেরিসিচ


১৩ আগস্ট ২০১৯ ১৯:৩২ | আপডেট: ১৩ আগস্ট ২০১৯ ১৯:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রাঙ্ক রিবেরি ও অরিয়েন রোবেন অবসরে যাওয়ার পর থেকেই একজন অ্যাটাকিং মিডফিল্ডার খুঁজছিল জার্মানীর হ্যাভিয়েট ক্লাব বায়ার্ন মিউনিখ। ক্রোয়েশিয়াকে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে তোলা ইভান পেরিসিচকে ইতালি থেকে জার্মানে নিয়ে এসেছে বায়ার্ন। ইন্টার মিলান থেকে লোনে এক মৌসুমের জন্য দলে ভেড়িয়েছে জার্মান রেডরা।

ইন্টারের হয়ে ১৬৩ ম্যাচে ৪০ গোল করা পেরিসিচ এর আগেও জার্মান লিগে খেলেছেন বুরুশিয়া ডর্টমুন্ড ও ওল্ফবার্গের হয়ে।

লোনে তাকে দলে ভেড়িয়ে খুশি বায়ার্ন স্পোর্টস পরিচালক হাসান সালিহামিডজিক, ‘ইভান তার অভিজ্ঞতা দিয়ে আমাদের ভালো সাহায্য করবে আশা করি।’

সঙ্গে বুন্দেসলিগায় খেলার অভিজ্ঞতাও কাজে লাগাবে বলে জানান হাসান, ‘সে দক্ষ এবং ফ্লেক্সিবল। আমি নিশ্চিত সে দ্রুতই খাপ খাইয়ে নিতে পারবে বায়ার্নের সঙ্গে। কারণ সে বুন্দেসলিগাকে ভাল করে জানে এবং আমাদের কোচ নিকো কোভাচকেও চিনে।’

বিজ্ঞাপন

জার্মান জায়ান্টরা ম্যানচেস্টার সিটির উইঙ্গার লেরো সানের সঙ্গে চুক্তি ব্যাপারে আশাবাদী ছিল। পরে তা ভেস্তে যায় আকাশচুম্বি ট্রান্সফার ফির কারণে।

ইন্টার মিলান ইভান পেরিসিচ ক্রোয়েশিয়া বায়ার্ন মিউনিখ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর