Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টি বাধার পর লর্ডসে ফিরলো অ্যাশেজ


১৫ আগস্ট ২০১৯ ১৯:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাশেজের দ্বিতীয় টেস্টটি প্রথমদিন লর্ডসে শুরু হতে পারেনি ভারী ‍বৃষ্টিপাতের কারণে। এমন কি টসটাও গড়ায়নি মাঠে। বিকেলে প্রথম দিনের খেলা বাতিল ঘোষণা করেন রেফারি রঞ্জন মাদুগালে। তাই দ্বিতীয় দিনের সূর্যের আলোর অপেক্ষায় ছিল অ্যাশেজ টেস্ট।

দ্বিতীয় দিনে বৃষ্টি না থাকায় মাঠে গড়ালো টেস্ট। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। এদিকে প্রথম টেস্টে হারার পর দলে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। মঈন আলীকে সড়িয়ে নেয়া হয়েছে জ্যাক লিচকে। দলে অভিষেক হয়েছে বিশ্বকাপজয়ী উদীয়মান ফার্স্ট বোলার আর্চারও।

টস জিতে ফিল্ডিং বেছে নেয়ার কারণ হিসেবে টিম পেইন বলেন, ‘ম্যাচের দৈর্ঘ্য একদিন কমে গেলো। গতকাল উইকেট ছিল পুরোটাই কভারে ঢাকা। এ কারণেই প্রথমে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নিলাম।’

বিজ্ঞাপন

জো রুটও জানালেন, টস জিতলে তিনিও বোলিংই বেছে নিতেন হয়তো। তিনি বলেন, ‘এখন আমাদের জন্য প্রয়োজন হলো প্রথম ইনিংসে বড় স্কোর গড়ে তোলা।’

ব্যাটিংয়ে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বাগতিকরা তুলেছে ৮৭ রান। দুই উইকেট হারিয়ে বার্নস ও জো ড্যানলি ব্যাটিং করছেন। এর আগে রানের খাতা খোলার আগেই হ্যাজলউডের শিকার হয়ে সাজঘরে ফেরেন জেসন রয়। অধিনায় জো রুটু থিতু হওয়ার আগেই বিদায় নিয়েছেন হ্যাজলউডের শিকার হয়ে। যাওয়ার আগে দলে ১৪ রান যোগ করেন রুট। দুটি উইকেটই এসেছে হ্যাজলউডের বল থেকে।

পাঁচ ম্যাচ সিরিজের অ্যাশেজের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের ব্যাক টু ব্যাক সেঞ্চুরির ম্যাচে ইংলিশদের ২৫১ রানে হারিয়ে ১-০ তে লিড নিয়েছে অজিরা। বার্মিংহামের এজবাস্টনে ১৮ বছর পর সাদা পোশাকে জয় তুলে নিল অস্ট্রেলিয়া।

আগে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে ২৮৪ রানে অলআউট হয়। ৩৭৪ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৪৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে অজিরা। তাতে ইংলিশদের সামনে টার্গেট দাঁড়ায় ৩৯৮। ১৪৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। প্রথম ম্যাচে ২৫১ রানের বড় জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

ইংল্যান্ড একাদশ
ররি বার্নস, জেসন রয়, জো রুট (অধিনায়ক), জো ড্যানলি, জস বাটলার, বেন স্টোকস, জনি বেয়ারেস্ট (উইকেটরক্ষক), ক্রিস ওকস, জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ।

অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, ক্যামেরন বেনক্রফট, উসমান খাজা, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, ম্যাথ্যু ওয়েড, টিম পেইন (উইকেটরক্ষক এবং অধিনায়ক), প্যাট কামিন্স, পিটার সিডল, জস হ্যাজলউড এবং নাথান লায়ন।

সারাবাংলা/জেএইচ

অস্ট্রেলিয়া অ্যাশেজ ইংল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর