কার হাতে উঠছে উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার?
১৫ আগস্ট ২০১৯ ১৯:৩৯
উয়েফা বর্ষসেরা ফুটবলার হচ্ছে কে? এখন এই প্রশ্নই সবার মাথায়। ইতোমধ্যে ভোটের মাধ্যমে দশ ফুটবলার থেকে সেরার লড়াইয়ে তিন ফুটবলারকে বেছে নিয়েছে উয়েফা। সেই তালিকায় আছেন বার্সেলোনার লিওনেল মেসি, জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদো ও লিভারপুলের ডিফেন্ডার ভ্যান ডাইক।
সেরা তিন ফুটবলার বাছাই করেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের গ্রুপ পর্বে অংশ নেয়া ৮০জন কোচ। ইউরোপীয়ান স্পোর্টস মিডিয়া গ্রুপের বাছাই করা ৫৫ জন সাংবাদিকও ছিলেন বাছাইপর্ব প্রক্রিয়ায়।
ভোটের বিচারে এগিয়ে থাকা তিন ফুটবলার হলেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও ভার্জিল ভ্যান ডাইক।
পুরুষদের সঙ্গে সেরা তিন নারী ফুটবলারের তালিকাও প্রকাশ করেছে উয়েফা। তিন নারী ফুটবলার হলেন- ইংল্যান্ডের লুসী ব্রোঞ্জ, নরওয়ের আদা হ্যাজারবার্গ ও ফ্রান্সের আমানদাইন হেনরি। তিনজনই ক্লাব অলিম্পিক লিও’র চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের সদস্য।
কার হাতে উঠছে এই পুরস্কার? বার্সাকে চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালে তুলেছেন মেসি। সর্বোচ্চ গোলদাতাও তিনি। এদিকে পর্তুগালকে ন্যাশন কাপে চ্যাম্পিয়ন করেছেন রোনালদো। সঙ্গে দুই ফুটবলার তাদের লিগ চ্যাম্পিয়নও। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছে ভ্যান ডাইক। কার হাতে শোভা পায় এই পুরস্কার?
গেলবার উঠেছিল লুকা মদ্রিচের হাতে। সেটা জানতে পারবেন চলতি মাসের ২৯ তারিখ। মোনাকোয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানে সেরার পুরস্কারটি দেয়া হবে ফুটবলারদের হাতে।
২০১১ সালে এই উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার চালু হওয়ার পর মেসি-রোনালদো যুগের মধ্যে এদের বাইরে তৃতীয় ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতেছেন মদ্রিচ। এর আগে এটি উঠেছিল আন্দ্রেস ইনিয়েস্তা ও ফ্রাঙ্ক রিবেরির হাতে।
উয়েফা বর্সসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ভ্যান ডাইক লিওনেল মেসি