Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিরোপা উদযাপনের সময় ইনজুরিতে পড়েছেন লিভারপুল গোলকিপার


১৬ আগস্ট ২০১৯ ১৬:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌসুমের প্রথম ম্যাচে পায়ের ইনজুরিতে পড়ে কয়েক সপ্তাহের জন্য দল থেকে ছিটকে গেছেন অ্যালিসন বেকার। এই ব্রাজিলিয়ান বদলি হিসেবে দলে সুযোগ মিলেছে আদ্রিয়ান ক্যাস্তিলোর। লিভারপুলের হয়ে প্রথম ম্যাচেই জিতেছেন উয়েফা সুপার কাপ। তবে চেলসির বিপক্ষে উয়েফা সুপার কাপ জয়ের পর সমর্থকের সাথে উদযাপন করতে গিয়ে পায়ের ইনজুরিতে পড়েন আদ্রিয়ান।

অ্যালিসনের ইনজুরির কারণে দলে সুযোগ মেলে আদ্রিয়ানের। আর এবার নিজেই ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে পড়তে পারেন তিনি।

অলরেড কোচ ইয়্যুর্গেন ক্লপ জানান, ‘সুপার কাপ জয়ের পর এক সমর্থকের সাথে উদযাপন করতে গিয়ে ইনজুরিতে পড়ে আদ্রিয়ান। সে সময় সে হাটতে পারছিল না, তবে দলের সাথে ফেরার পর অনুশীলন করেছে সে।’

বিজ্ঞাপন

তবে আদ্রিয়ানের ইনজুরিতে কিছুটা মুশকিলে পড়েছে অলরেডরা। অ্যালিসনের ইনজুরিতে কপাল খুলে যায় আদ্রিয়ানের, তবে এবার এই গোলকিপারের ইনজুরির কারণে গোলকিপারের সঙ্কটে পড়েছে মার্সিসাইডের এই ক্লাবটি।

শনিবার (১৭ আগস্ট) সাউদাম্পটনের বিপক্ষে ২০১৯-২০২০ মৌসুমের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে অলরেডরা।

আরও পড়ুন: প্রথম ম্যাচে বার্সার সঙ্গী হচ্ছেন না মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর