Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন সাইকেলে বিপিএল


১৯ আগস্ট ২০১৯ ২০:১২

আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হলো বিপিএল দ্বিতীয় সাইকেলের। সপ্তম আসর থেকে পরবর্তী তিন আসর পর্যন্ত নতুন এই সাইকেলের নিয়ম নীতি ও করণীয় ঠিক করতে সোমবার (১৯ আগস্ট) বিসিবি কার্যালয়ে ডাকা হয়েছিল বিপিএলে অংশ নেওয়া তিন ফ্র্যাঞ্চাইজিকে (ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স, রাজশাহী কিংস)। পড়ন্ত দুপুর থেকে শুরু করে সন্ধ্যা অবধি বিসিবিতে বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে এই তিন ফ্র্যাঞ্চাইজি সভা করেছে।

বিজ্ঞাপন

সোমবার (১৯ আগস্ট) আয়োজিত এই সভায় বিপিএল গভর্নিং কাউন্সিলের তরফ থেকে ফ্র্যাঞ্জাইজিদের নতুন নিয়ম কানুন শোনানো হয়েছে। ফ্র্যাঞ্চাইজিরাও তৎসংশ্লিষ্ট বিষয়ের পক্ষে মতামত দিয়েছেন এবং নিজ নিজ দল সম্পর্কে সুপারিশমালা পেশ করেছেন। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আজ আসেনি।

সভায় প্রথম ডাক পেয়েছিল বিপিএলে গেল টানা তিন আসরের ফাইনালিস্ট ঢাকা ডায়নামাইটস। দলের পক্ষে হাজির হয়েছিলেন সিইও ওবেদ নিজাম। শেষ করে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ‘নতুন সাইকেলের জন্য তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, আমরা এসেছি। আমরা আমাদের মতামত দিয়েছি এবং জানিয়েছি আমরা ঢাকা ডায়নামাইটস নামেই বিপিএলে থাকতে চাই। এরপরেও অনেক নিয়মকানুন এ বছর থেকে বদলে যাবে বলে গভর্নিং কাউন্সিল জানিয়েছে। পুরোপুরি আমরা জানি না। বিস্তারিত কিছু পাইনি। এলওআই (Letter of intent) দেখার পরে আমরা প্রক্রিয়া শুরু করব।‘

আইকন প্লেয়ারের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আইকন প্লেয়ারদের এবার থাকার কোনো নিয়ম নেই। কোনো রিটেনশন রাখা হয়নি। এক্ষেত্রে আমরা বলেছি যে নিয়ম থাকবে সেটাই মেনে চলব। আমাদের থেকেও কিছু পরামর্শ চাওয়া হয়েছে। কিছু জিনিস পয়েন্ট আউট করে নিয়ে এসেছিলাম। তারা হয়তো এটা বিবেচনায় নেবে।’

ঢাকা ডায়নামাইটস নিয়ে উপস্থিত সাংবাদিকদের উৎসাহের কেন্দ্রে ছিলেন সাকিব আল হাসান। যেহেতু সম্প্রতি তিনি ঢাকার সঙ্গে বহুদিনের বন্ধন ছিন্ন করে রংপুরে পাড়ি জমিয়েছিলেন। যদিও নতুন নিয়ম কানুনের মারম্যাচে সেই ঠিকানা স্থায়ী হয়নি। কিন্তু তারপরেও সাকিব বলে কথা! দলে যাকে নিয়ে সবার টানাটানি। স্বভাবতই জানতে চাওয়া হলো, সাকিবকে নিয়ে কোনো আলোচনা হয়েছে? ওবেদ নিজাম জানান, ‘সাকিবের ব্যাপারে এখানে কোনো আলোচনা হয়নি।’

বিজ্ঞাপন

ঢাকা ডায়নামাইটস বিপিএল

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর