Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ম্যাচ চায় টাইটান্সরা


১৯ আগস্ট ২০১৯ ২০:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হলো বিপিএল দ্বিতীয় সাইকেলের। সপ্তম আসর থেকে পরবর্তী তিন আসর পর্যন্ত নতুন এই সাইকেলের নিয়ম নীতি ও করণীয় ঠিক করতে সোমবার (১৯ আগস্ট) বিসিবি কার্যালয়ে ডাকা হয়েছিল বিপিএলে অংশ নেওয়া তিন ফ্র্যাঞ্চাইজিকে (ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স, রাজশাহী কিংস)। প্রথমে ডাক পাওয়া ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী ওবেদ নিজামের চলে যাওয়ার ঘণ্টা দেড়েক পরে সভা শেষে বেরিয়ে এলেন খুলনা টাইটান্স কর্ণধার কাজী ইনাম আহমেদ।

তবে, সদা সর্বদা হাসিখুশি মানুষটিকে আজও সেই চিরচেনা রূপে দেখে কিছু বোঝা গেল না ভেতরে সভায় কী হলো?

তাই জানতে চাওয়া, কী আলোচনা হলো? তিনি জানালেন, ‘যেহেতু এবার নতুন সাইকেল হচ্ছে তাই গভর্নিং কাউন্সিল থেকে সব ফ্র্যাঞ্চাইজিকেই আলাদা আলাদা করে ডাকা হয়েছে। মূলত আমাদের আলোচনাটা হয়েছে আগামী চার বছরের বিপিএলকে কি করে আরো সুন্দর করা যায়। আমরা দুটি পয়েন্টের ওপর আলোকপাত করেছি। প্রথমটি হলো, আমরা চাই টুর্নামেন্টটা স্থায়ী হোক। আমরা দেখি বছর বছর মালিক পরিবর্তন হয়। আমরা চাই এটা যাতে না হয়। আর দ্বিতীয়ত; আমরা ড্রাফটের নিয়ম ও রিটেনশনের নিয়ম কী হবে সেটা নিয়ে একটি সুপারিশ পেশ করেছি।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ‘আমাদের সুপারিশ ছিল যে নিয়মই হোক যেহেতু নতুন করে চার বছরের জন্য সব দলের সঙ্গে চুক্তি হবে, সেহেতু সামনের তিন বছরের নিয়ম কি হবে এটা একবারে সবার সাথে আলোচনা করে জানিয়ে দেওয়া। তাহলে সেটা আর প্রতিবছর বদলাতে হবে না। যেহেতু বোর্ডের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিদের ভালো সম্পর্ক সেহেতু তাদের অনেক অনুরোধই বোর্ড ফেলতে পারে না। এটা যাতে আর না হয়। আমার দল যেহেতু খুলনা টাইটান্স, সেহেতু আমি ওনাদের অনুরোধ করেছি খুলনায় যেন অবশ্যই এবার বিপিএল করা হয়। স্টেডিয়ামের কাজ যদিও কিছু বাকি কিন্তু সেখানের হোটেলগুলো বেশ উন্নত। রাস্তার কাজও শেষ হয়ে আসছে। আমি আশা করব যেন একটা হলেও ম্যাচ হয় খুলনায়।’

সোমবার (১৯ আগস্ট) আয়োজিত এই সভায় বিপিএল গভর্নিং কাউন্সিলের তরফ থেকে ফ্র্যাঞ্জাইজিদের নতুন নিয়ম কানুন শোনানো হয়েছে। ফ্র্যাঞ্চাইজিরাও তৎসংশ্লিষ্ট বিষয়ের পক্ষে মতামত দিয়েছেন এবং নিজ নিজ দল সম্পর্কে সুপারিশমালা পেশ করেছেন। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আজ আসেনি।

খুলনা টাইটান্স বিপিএল

বিজ্ঞাপন

মৌমাছির ডানায় ভর করে পৃথিবী
১০ জুলাই ২০২৫ ০৯:৫৩

আরো

সম্পর্কিত খবর