অধরা পুসকাস অ্যাওয়ার্ডে মনোনীত মেসি
২০ আগস্ট ২০১৯ ১৫:১৪ | আপডেট: ২০ আগস্ট ২০১৯ ১৫:৩৯
ব্যক্তিগত সম্ভাব্য প্রায় সকল শিরোপাই রয়েছে লিওনেল মেসির ব্যক্তিগত জাদুঘরে। পাঁচ বারের ব্যালন ডি অর জয়ীর জাদুঘরে এখনো অধরা হয়ে থেকে গেছে বছরের সেরা গোলের তকমার শিরোপা অর্থাৎ পুসকাস অ্যাওয়ার্ডের শিরোপা। আর এবার সেই শিরোপার দিকেই নজর লিও মেসির।
প্রতি বছরের সেরা গোলের স্বীকৃতি দিতে ফিফার আয়োজন পুসকাস এওয়ার্ড। হাঙ্গেরির কিংবদন্তি ফুটবলার ফেরেঙ্ক পুসকাসের নামানুসারে এই অ্যাওয়ার্ডের নামকরণ। বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি এর আগেও এই অ্যাওয়ার্ড জয়ের দৌড়ে মনোনয়ন পেলেও জেতা হয়নি একবারও। এবারও সেই তালিকায় লিওনেল মেসির সাথে আছে আরও ৯ ফুটবলারের গোল। মেসির সাথে সেরা দশ গোলের তালিকায় আছেন সাবেক ক্লাব সতীর্থ জ্লাতান ইব্রাহিমোভিচও।
রিয়াল বেতিসের বিপক্ষে ১৭ মার্চ ২০১৯ এ ডি বক্সের বাম পাশ থেকে চিপ করে জালে জড়ানো গোলটিই মনোনয়ন পেয়েছে সেরা দশে। ফিফা পুসকাস অ্যাওয়ার্ডের লড়াইয়ে সেই গোলটিই জায়গা পেয়েছে। এ নিয়ে সাতবার অ্যাওয়ার্ডটির মনোনয়ন পেলেও এখনও পর্যন্ত জেতা হয়নি পুরস্কারটি।
পুসকাস অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত ১০ জনের প্রকাশিত তালিকায় আছে তিনজন নারী ফুটবলারও। সেরা গোলের দৌড়ে রয়েছেন তিন মেয়ে ফুটবলারও। এ বছরের নারী বিশ্বকাপে ক্যামেরুনের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে করা আজারা এচোটের গোলের সাথে আছে নর্দার্ন আয়ারল্যান্ড নারী ফুটবল লিগের বিলি সিম্পসন এবং ন্যাশনাল উইমেন্স সকার লিগের অ্যামি রদ্রিগেজ। তাদের সাথে লড়বেন ফ্যাবিও কাগলিয়ারিয়া (সাম্পদোরিয়া), হুয়ান ফের্নান্দো কুইন্তেরো (রিভার প্লেট) ও দানিয়েল জোসোরি (দেবরিসেন এফসি)।
এছাড়াও তালিকায় আরও আছেন অ্যান্ড্রোস টাউনসেন্ডের করা দুর্দান্ত গোলটিও। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ক্রিস্টাল প্যালেসের এই খেলোয়াড় বক্সের অনেকটা বাইরে থেকে ভলিতে করেছিলেন চোখ জুড়ানো এক গোল। বায়ার্ন লেভারকুসেনের বিপক্ষে আরবি লেইপজিগের ম্যাথিয়াস সুনহার একক প্রচেষ্টার গোলটিও জায়গা পেয়েছে এই তালিকায়।
ফিফার বাছাই করা সেরা দশ গোল থেকে ভোটের মাধ্যমে নির্বাচক করা হবে বছরের সেরা গোল। আর এই সেরা গোলের নির্বাচন করবেন ফুটবল ভক্তরাই। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সোমবার (২০ আগস্ট) থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ভোট দিতে পারবেন ভক্তরা। সবচেয়ে বেশি ভোট পাওয়া তিনজন যাবেন চূড়ান্ত পর্বে। সেখানে কিংবদন্তি ফুটবলারদের নিয়ে গড়া নির্বাচন প্যানেলের ভোটের মাধ্যমেই নির্বাচিত করা হবে বছরের সেরা গোল এবং গোলদাতাকে।
আরও পড়ুন: রিয়ালের নতুন খেলোয়াড়ের দরকার নেই: মার্সেলো
পুসকাস অ্যাওয়ার্ড বছরের সেরা দশ গোল মনোনিত লিওনেল মেসি সেরা দশ গোল