বিরাট অর্জনের পথে কোহলি
২১ আগস্ট ২০১৯ ১৪:১৮
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে নামবে টিম ইন্ডিয়া। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে প্রস্তুত সফরকারী ভারত। আর এই ম্যাচটি জিতলে ভারতের দলপতি বিরাট কোহলি ছুঁয়ে ফেলবেন সাবেক দলপতি মহেন্দ্র সিং ধোনিকে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) শুরু হবে অ্যান্টিগা টেস্ট। নর্থ সাউন্ডের এই ম্যাচটি জিততে পারলে ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বাধিক টেস্ট জেতার রেকর্ডে যৌথভাবে ধোনির পাশে নাম লেখাবেন কোহলি। ধোনি দলপতির দায়িত্ব পালনের সময় ৬০ টেস্টে ২৭টি জয় পেয়েছেন। কোহলি দায়িত্ব নেওয়ার পর ৪৬ টেস্টের ২৬টি ম্যাচ জিতেছেন।
অ্যান্টিগায় ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হতে যাওয়া এই টেস্ট জিতলেই ধোনিকে ছুঁয়ে ফেলবেন কোহলি। আর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দু’টি টেস্ট জিতলেই দেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়কের কীর্তিতে নাম লেখা হবে কোহলির।
ধোনি টেস্ট থেকে সরে দাঁড়ালে অধিনায়কত্ব পান কোহলি। ধোনির আগে ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলী। তিনি ৪৯ টেস্টে দায়িত্ব নিয়ে জিতেছেন ২১টি ম্যাচ। গাঙ্গুলীর আগে দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট জয়ের কীর্তি ছিল সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের। তার নেতৃত্বে ১৪টি টেস্ট জিতেছিল ভারত।
প্রথম ম্যাচে ভারতের দলপতি কোহলির সামনে থাকছে অস্ট্রেলিয়ার সাবেক দলপতি রিকি পন্টিংকে স্পর্শ করার। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পন্টিং দ্বিতীয় সর্বোচ্চ ১৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। দলপতির আর্মব্যান্ড হাতে ২৫ সেঞ্চুরি করে এই তালিকায় শীর্ষে দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ। ভারতের অধিনায়ক হিসেবে কোহলি এখন অবধি হাঁকিয়েছেন তৃতীয় সর্বোচ্চ ১৮টি সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজ সফরের দুই টেস্টে একটি সেঞ্চুরি হাঁকালেই কোহলি বসবেন পন্টিংয়ের পাশে। টেস্ট দলপতির দায়িত্ব নেওয়া কোহলি ৪৬ ম্যাচের ৭৬ ইনিংসে ৪৫১৫ রান করতে সেঞ্চুরি করেছেন ১৮টি আর ফিফটি হাঁকিয়েছেন ১০টি।
চলতি সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখনো কোনো ম্যাচ হারেনি বিরাট কোহলির ভারত। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবীয়ানদের হোয়াইটওয়াশ করার পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও কোহলির দল জিতেছে ২-০ ব্যবধানে। সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। এবার দুই দল মুখোমুখি হবে দুই ম্যাচের টেস্ট সিরিজে। এর মধ্য দিয়েই দল দুটি অংশ নেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপসে। আগামী বৃহস্পতিবার (২২ আগস্ট) নর্থ সাউন্ডে প্রথম টেস্ট শুরু হবে।