অভয়ের বাণী শোনালেন ডমিঙ্গো
২১ আগস্ট ২০১৯ ১৫:২৭
বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সিরিজে টাইগারদের হতশ্রী পারফরম্যান্স দেখে অনেকেই তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। টানা তিন ওয়ানডেতে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে ধারাবাহিক ব্যর্থতায় কেউ কেউ টিম বাংলাদেশের অমানিশায় আচ্ছন্ন ভবিষ্যতও দেখে ফেলেছেন! ‘সিনিয়রদের বিকল্প এখনও কেন তৈরি হয়নি?’ ‘এতদিনেও কেন বিসিবি একটি সমৃদ্ধ পাইপলাইন তৈরি করতে পারেনি?’ এমন প্রশ্নের উদ্রেকও হয়েছে অযুত লেখনিতে। ভাবখানা এমন যেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তাদের অতীত গৌরব হারিয়ে আবারও একটি আন্ডারডগ দলে পরিণত হয়েছে। সবই যেন শেষ! ঠিক এই মুহূর্তে অভয়ের বাণী শোনালেন, নবনিযুক্ত হেড কোচ রাসেল ডমিঙ্গো।
তার ভাষ্যমতে বাংলাদেশ কোনো অর্থেই খারাপ দলে পরিণত হয়নি। অন্তত শ্রীলঙ্কার কাছে হারের পর শিষ্যদের ললাটে এমন কলঙ্ক প্রলেপনকে কোনো অর্থেই তিনি যুক্তিযুক্ত মনে করছেন না। বুধবার (২১ আগস্ট) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই যুক্তি তুলে ধরেন।
ডমিঙ্গো জানান, ‘আমি মনে করি না শ্রীলঙ্কার কাছে হেরেছে বলেই বাংলাদেশ বাজে দলে পরিণত হয়েছে। বিশ্বকাপের পরে দেশের বাইরে সিরিজ খেলতে ভ্রমণ করা সবসময়ই কঠিন। আপনাদের বুঝতে হবে, যেহেতু শ্রীলঙ্কা দলের দু’জন প্লেয়ার এই সিরিজেই বিদায় নিয়েছে তাই ওদেরও প্রমাণ করার অনেক কিছুই ছিল। সেখানে লাসিথ মালিঙ্গার শেষ ওয়ানডে ছিল, নুয়ান কুলাসেকারার বিদায়ী সংবর্ধনা ছিল। অথচ বাংলাদেশ তখন মাত্রই বিশ্বকাপ খেলে এসেছে। সম্ভবত ওদের আরও বিশ্রামের প্রয়োজন ছিল।’
প্রসঙ্গক্রমে উঠে এলো বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সও। পয়েন্ট টেবিলের আটে থেকে মাশরাফিরা বিশ্বকাপ অভিযান শেষ করেছেন বলে দোষের কিছুই দেখছেন না এই প্রোটিয়া কোচ। তার মতে ২২ গজের বিশ্বযুদ্ধে টিম বাংলাদেশ প্রত্যাশার চাইতেও শানিত ছিল। টাইগারদের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে ডমিঙ্গো বলেন, ‘আমি বলবো ওরা ভালো পারফর্ম করেছে। কিছু কিছু ম্যাচ ওরা খুব কাছে গিয়ে হেরেছে। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটাই ধরুন, ওই রান আউটটা দিন শেষে হারের কারণ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ওদের হার-জিতের ব্যবধান খুবই সামান্য। অতএব আমি মনে করি একটি শক্তিশালী ক্রিকেট খেলুড়ে দেশ হয়ে উঠার পথে বাংলাদেশ খুব একটা দূরে নেই। যদি তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে আমি মনে করি না প্রবল শক্তিধর একটি দল হিসেবে গড়ে উঠতে বাংলাদেশের খুব বেশি কাঠখড়ি পোড়াতে হবে।’
‘পরিসংখ্যান বলেছে বাংলাদেশ আটে থেকে বিশ্বকাপ শেষ করেছে। আমি মনে ওরা তার চাইতে ভালো খেলেছে। দীর্ঘ সময় ব্যাপী আন্তর্জাতিক ক্রিকেটে থাকায় একটি বিষয় আমি বেশ ভালোভাবেই বুঝি এই উপমহাদেশে ফলাফল একটি বড় প্রভাবক। তবে এটাও ঠিক মনে রাখতে হবে ফলাফল সবসময় একটি দলের প্রকৃত অবস্থার জানান দেয় না। এখান থেকে ইতিবাচক অনেক কিছুই নেওয়ার আছে। অসংখ্য জায়গা আছে যেখানে তারা উন্নতি করতে পারে।’
তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে গিয়ে ওয়ানডে সিরিজে ধবল ধোলাইয়ের শিকার হয়ে ফিরে আসে। তবে উল্লেখ্যে এই দলে ছিলেন না নিয়মিত অধিনায়ক মাশরাফি, বিশ্বকাপ মাতানো সাকিব আল হাসান, ব্যাটসম্যানদের মধ্যে দারুণ পারফরম্যান্স করা লিটন দাসও ছিলেন ব্যক্তিগত কারণে ছুটিতে। আর মাশরাফির সাথে সাথে ইনজুরিতে সাইফউদ্দিনও ছিলেন না লঙ্কা সফরে।
আরও পড়ুন: শিষ্যদের সঙ্গে বোঝাপড়াটা আগে চান নতুন কোচ
কোচ বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ-শ্রীলঙ্কা রাসেল ডমিঙ্গো শ্রীলঙ্কা সফর