Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাষাগত প্রতিবন্ধকতা জয়ে কোচের ওয়ান টু ওয়ান টোটকা


২১ আগস্ট ২০১৯ ১৭:০০

বিদেশি কোচদের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের ভাষাগত প্রতিবন্ধকতা সর্বজনবিদিত। অতীতের বিদেশি কোচতো বটেই, কথিত আছে সদ্য বিদায়ী কোর্টনি ওয়ালশ বাংলাদেশ ক্রিকেটের পেস বোলিং কোচ থাকাকালীনও শিষ্যদের সঙ্গে তার ভাষাগত প্রতিবন্ধকতা ছিল সুস্পষ্ট। এই ক্যারিবীয়ান কোচের ইংরেজীর সঙ্গে খাপ খাইয়ে নিতে রীতিমতো যুঝতে হতো বেশ কয়েক টাইগার সদস্যকে। ফলশ্রুতীতে তার দেওয়া গুরুত্বপূর্ণ কোনো পরামর্শ বা টিপস তারা নিতে পারতেন না। এতে করে পেসারদের মাঠের পারফরম্যান্সে প্রভাব পড়েছিল!

বিজ্ঞাপন

‘কিছুই শেখাতে পারেননি কোর্টনি!’… এমন অপবাদ দিয়ে বিশ্বকাপ শেষে বিদায় নিতে হয়েছে এই কারিবীয় কিংবদন্তীকে। কিন্তু তার উত্তরসূরি হিসেবে যিনি বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন (শার্ল ল্যাঙ্গাভেল্ট) সেই তিনিও তো ভিনদেশি। সাবেক দক্ষিণ আফ্রিকান এই পেসার ইংরেজীভাষী। তাহলে তার টিপস বা পরামর্শ শফিউল, মোস্তাফিজ, তাসকিনরা কতটা সহজে নিতে পারবেন? এই প্রশ্নের উদ্রেক হওয়াটা নিশ্চয়ই অমূলক নয়।

বিজ্ঞাপন

বিষয়টি খোদ ল্যাঙ্গাভেল্টও মানছেন। তবে যেহেতু আফগানিস্তানে তার কোচিংয়ের অভিজ্ঞতা টাটকা, সেহেতু বাংলাদেশের বোলারদের সঙ্গে প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা কঠিন হবে না বলে বিশ্বাস তার। আর এক্ষেত্রে তার কৌশল হবে ওয়ান টু ওয়ান আলোচনা।

বুধবার (২১ আগস্ট) শের-ই-বাংলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এই কৌশল সম্পর্কে তিনি সংবাদমাধ্যমকে অবহিত করেন। নতুন বোলিং কোচ জানালেন, ‘আফগানিস্তানেও এটা আমার জন্য একটি চ্যালেঞ্জ ছিল। আমি দেখেছি আপনি যদি এক জন, এক জন করে কথা বলেন তাহলে তারা বেশ স্বাচ্ছন্দ বোধ করে। আফগানিস্তানের ক্রিকেটাররা যখন আমার কথা বুঝতো না, ইয়েস ইয়েস করত। সেখানেই আমি শিখেছি কী করে বিষয়টি সামলাতে হয়।’

তিনি আরও জানান, ‘আমি ঠিক করেছি তাদের বোঝাতে এক জন, এক জন করে কাজ করব, যদি কেউ না বোঝে তাকে বোঝাতে চেষ্টা করব। দ্রুত কথা না বলে যেটা বলতে চাই আস্তে বলব, তাদের পরিবার নিয়ে কথা বলব। এরপরে সম্পর্কন্নয়ের দিকে যাব। কারণ আমার ফাস্ট বোলারদের সঙ্গে সম্পর্কন্নয়নটাও জরুরি। প্রয়োজনে তাদের জন্য দোভাষীও রাখা হবে। আমি জানি এটা চ্যালেঞ্জিং। কিন্তু আমি এটা নিতে প্রস্তুত।’

টাইগার বোলিং কোচ ভাষাগত সমস্যা ল্যাঙ্গাভেল্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর