ভিসা জটিলতা: এএফসির কাছে হাতজোড় আকুতি সানডের
২২ আগস্ট ২০১৯ ১৫:১৯
ঢাকা: এটা নতুন অভিজ্ঞতা নয় সানডে সিজোবার ফুটবল ক্যারিয়ারে। এর আগেও ভিসা জটিলতায় ভারতে খেলা হয়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার। এবারও একই সমস্যায় পড়েছেন এই নাইজেরিয়ান যখন তার দল ঢাকা আবাহনী ঐতিহাসিক ম্যাচ জিতে আরেকটি ইতিহাস গড়ার সামনে আছে। ঠিক এমন সময় জানলেন উত্তর কোরিয়ায় যাওয়া হচ্ছে না এএফসি কাপের ইন্টার জোনাল সেমি ফাইনালের দ্বিতীয় লেগ খেলতে।
ঘরের মাঠে উত্তর কোরিয়ার চ্যাম্পিয়ন দল এপ্রিল ২৫ এসসিকে ৪-৩ ব্যবধানে বিধ্বস্ত করা ম্যাচে জোড়া গোলের ম্যাজিক দেখানো ম্যাচ সেরা সানডে তাই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তার আক্ষেপ ও আকুতির কথা জানালেন।
এশিয়া অঞ্চলের ফুটবলের সর্বোচ্চ অভিভাবক এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) হাতজোড় করে আকুতি জানিয়েছেন সানডে, ‘আমি এএফসির সাহায্য আহ্বান করছি। দয়া করে আমাকে ভিসা দিন। আমি কোনও ব্যবসায়ী নই। আমি একজন ফুটবলার। আমি ফুটবল খেলি। আমাকে কেন আমার খেলা চিন্তা চিন্তিত হতে হবে? আমি উত্তর কোরিয়ায় ম্যাচটা খেলতে চাই।’
বাংলাদেশের ক্লাব ইতিহাসের জন্যে হলেও আমার খেলাটা জরুরি এবং এএফসি সাহায্য করা উচিত বলে সংশ্লিষ্ট সবার কাছে সাহায্য চেয়ে সানডে জানান, ‘এটা শুধু আবাহনীর ম্যাচ নয়, বাংলাদেশের জন্য বড় একটা ম্যাচ। সবার কাছেই সহযোগিতা চাই।’
প্রায় অর্ধ যুগেরও বেশি সময় ধরে দেশের ফুটবলে মাঠ দাপিয়ে বেড়ানো সানডের আকুতির কারণটা খেলতে না পারার ‘দীর্ঘ তিক্ত অভিজ্ঞতার’ ফসল। এর আগেও ভিসা জটিলতায় পড়তে হয়েছে তাকে। চলতি এএফসি কাপেই চেন্নাইন এএফসির বিপক্ষে ভিসা জটিলতার কারণে দেশটিতে অনুশীলনে যেতে পারেননি। ম্যাচের দিন ভ্রমণ ঝক্কি নিয়ে যেতে হয়েছে। পরে মিনার্ভা পাঞ্জাবের ম্যাচে তো যেতেই পারেনি ভিসা না পাওয়ায়। এর আগেও গত বছরে একটি ম্যাচে ভিসা জটিলতায় যেতে পারেননি সানডে।
এখন ছয় দিন পর এএফসি কাপের ইন্টার জোনাল সেমি ফাইনালের দ্বিতীয় লেগটি খেলতে যাচ্ছে ঢাকা আবাহনী। এমন ম্যাচে চীন এখনও ট্রানজিট ভিসা না দেয়ায় ম্যাচ খেলতে না পারার শঙ্কায় ভুগছেন এই নাইজেরিয়ান। উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে আরেকটি ইতিহাস সৃষ্টির সামনে রেখে এমন সমস্যা যারপরানই সানডেকে ব্যথিত করছে তা তার কথায় স্পষ্ট।
তবে চেষ্টা থেমে নেই আকাশি-হলুদ জার্সি ধারীদের। চীন ট্রানজিট ভিসা না দেয়ায় তারা চেষ্টা করছে দুবাই, থাইল্যান্ড বা অন্য কোন ভাবে সানডে’কে উত্তর কোরিয়া পাঠানোর। সেটা হলে অন্তত আরেকটি আক্ষেপ নিয়ে থাকতে হবে না দলের সেরা স্ট্রাইকারকে।