পুরোদমে ফিরছেন বার্সার প্রাণভোমরা
২২ আগস্ট ২০১৯ ১৬:৫৪
লিওনেল মেসিকে ছাড়া লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বার্সেলোনা। প্রথম ম্যাচের পরাজয় ভুলে ছন্দে ফিরতে মরিয়া লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। ইনজুরি কাটিয়ে পুরোদমে অনুশীলন শুরু করেছেন বার্সার আর্জেন্টাইন প্রাণভোমরা মেসি।
এদিকে, ইনজুরির কারণে বার্সার পরের ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে খেলতে পারবেন না উরুগুয়ের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা উসমান দেম্বেলে ইনজুরির কারণে পাঁচ সপ্তাহের জন্য ছিটকে গেছেন। আগামী ম্যাচে আক্রমণভাগে মেসির সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে এই মৌসুমে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে বার্সায় নাম লেখানো অ্যান্তোনিও গ্রিজম্যানকে।
বেতিসের বিপক্ষে ফেরার জন্য বার্সার দলপতি মেসি একা একাই অনুশীলন করেছেন। নিজেকে ফিরে পেতে স্কোয়াডের সঙ্গে খুব শিগগিরই পুরোপুরি সময়ের জন্য অনুশীলন শুরু করবেন বলে জানা যায়।
মেসিকে সবশেষ মাঠে দেখা গেছে চিলির বিপক্ষে আর্জেন্টিনার কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। ওই খেলায় বিতর্কিত লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। কোপা আমেরিকা আর গ্রীষ্মের ছুটি কাটিয়ে গত ৫ আগস্ট অনুশীলনে যোগ দেন মেসি। প্রথম দিনেই ডান পায়ের কাফ মাসেলে টান লাগে তার। গ্রেড ওয়ান মাত্রার চোট ধরা পড়লে তাকে মাঠের বাইরে রাখা হয়।
আগামী সোমবার লা লিগার ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে খেলবে বার্সা। ওই ম্যাচে কাতালানদের জার্সিতে মাঠে দেখা যেতে পারে আর্জেন্টিনা অধিনায়ককে।
** মেসি আমাকে ভালো খেলোয়াড় বানিয়েছে: রোনালদো