Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলম্বো টেস্টের প্রথম দিন বৃষ্টির বাগড়া


২২ আগস্ট ২০১৯ ১৯:০২

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া স্বাগতিক শ্রীলঙ্কা আর সফরকারী নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টির বাগড়ায় পুরোটা হতে পারেনি। কলম্বোর পি সারা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা লঙ্কানরা ৩৬.৩ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায়।

বৃহস্পতিবার (২২ আগস্ট) শুরু হওয়া ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা ২ উইকেট হারিয়ে তুলেছে ৮৫ রান। ওপেনিংয়ে নামা লাহিরু থিরিমান্নে দলীয় ২৯ রানের মাথায় বিদায় নেন। ৩৫ বল মোকাবেলায় ব্যক্তিগত ২ রান করে সমারভিলের বলে কিউই দলপতি কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েন তিনি।

তিন নম্বরে নামা কুশল মেন্ডিস আর দলপতি-ওপেনার দিমুথ করুনারত্নে মিলে দলকে টানতে থাকেন। দলীয় ৭৯ রানের মাথায় বিদায় নেন মেন্ডিস। তার আগে ৭০ বলে চারটি বাউন্ডারিতে করেন ৩২ রান। কলিন ডি গ্রান্ডহোমের বলে উইকেটের পেছনে ওয়াটলিংয়ের গ্লাভসবন্দি হন তিনি।

দলপতি করুনারত্নে ১০০ বলে ছয়টি বাউন্ডারিতে ৪৯ রান করে অপরাজিত আছেন। অ্যাঞ্জেলো ম্যাথিউস ০ রানে অপরাজিত থাকেন।

প্রথম টেস্টে সফরকারী নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে এরই মধ্যে ১-০ তে লিড নিয়ে রেখেছে লঙ্কানরা।

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ কলম্বো টেস্ট নিউজিল্যান্ড শ্রীলঙ্কা


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর