Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিমেল ফিরেছেন, সুযোগ আছে ইমনেরও, অপেক্ষায় তপু-ফাহাদ


২২ আগস্ট ২০১৯ ২০:২৪

ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ঘোষিত ২৫ সদস্যের ফুটবল দলে জায়গা ছিল না দেশের অন্যতম সেরা গোলরক্ষক মাঝহারুল ইসলাম হিমেল। হিমেলকে বাদ দিয়ে তিন গোলরক্ষককে স্কোয়াডে রেখে দল দেয়ায় সমালোচনার জন্ম হয় ফুটবল পাড়ায়। বাদ পড়া আরামবাগের এই গোলরক্ষককে দলে অন্তর্ভুক্তি করেছেন কোচ জেমি ডে।

এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংসের ইমন মাহমুদ বাবুকে বাদ দেয়া নিয়ে সমালোচনা হয়েছে দেশের ফুটবলে। আফগানিস্তান ম্যাচকে সামনে রেখে দলে অন্তর্ভুক্তি হওয়ার সম্ভাবনা আছে ইমন বাবুরও।

বিজ্ঞাপন

বিশ্বকাপের বাছাইয়ের দ্বিতীয় পর্ব ও এশিয়ান কাপের জন্য ইতোমধ্যে ২৫ জন ফুটবলারের তালিকা প্রকাশ করেছে বাফুফে। আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল ও আনিসুর রহমান জিকো এই তিন গোলরক্ষককে নিয়ে দল ঘোষণা করে ফেডারেশন। পরে সমালোচনার মধ্যেই দলে একজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গোলরক্ষক মাঝহারুল ইসলাম হিমেলকে দলে পুনরায় নেয়া হয়েছে।

সমালোচনার জেরেই কি হিমেলকে দলে ঢোকানো এমন প্রশ্নে কোচ জেমির উত্তর, ‘তিনজন কোচের মধ্যে একজন ইনজুরিতে পড়লে মাত্র দু’জন গোলরক্ষক থাকে দলে। তাই দলের নিরাপত্তার জন্যে হিমেলকে নেয়া হয়েছে।’

এদিকে দেশের সবচেয়ে দামী ফুটবলার ইমন বাবুকে বাদ পড়েছেন দল থেকে। কোচের যুক্তি, ইমনের বিকল্প হিসেবে ভালো মিডফিল্ডারই আছে দলে। তবে তার সুযোগ যে একেবারে নেই তা বলা যাচ্ছে না।’

ঘোষিত প্রাথমিক স্কোয়াডে আটজন মিডফিল্ডার রাখা হয়েছে। তাদের মধ্যে জনি, জামাল ভূঁইয়া, মামুন, সোহেল, রবিউল, বিপলু, আরিফ ও ইব্রাহিমকে রেখে ইমনকে বাদ দেয়া হয়েছে। এদের মধ্যে সম্প্রতি ইনজুরিতে পড়ে ঢাকা আবাহনীর হয়ে এএফসি কাপের ইন্টার জোনাল সেমি ফাইনাল ম্যাচ মিস করেছেন জাতীয় দলে ডাক পাওয়া মামুনুল ইসলাম মামুন। জাতীয় দলের ক্যাম্পে মামুন ফিরতে না পারলেই শুধু ইমনের সুযোগ মিলতে পারে।

বিজ্ঞাপন

জেমির কথায়, ‘মামুন যদি ফিরতে না পারে তাহলে আমরা ইমনকে দেখবো। তার যে সুযোগ নেই এমন কথা নয়। এবার সুযোগ না হলেও পরের বারের জন্য সে নিজেকে প্রস্তুত রাখবে।’

এদিকে ইনজুরি বিষয়ে পরামর্শ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর শরণাপন্ন হয়েছিলেন মামুন। এ বিষয়ে দেবাশীষ সারাবাংলাকে জানান, ‘সম্ভবত ২৮ তারিখের ম্যাচ মিস করতে পারেন মামুন। তবে, তার পরে বাংলাদেশের বিশ্বকাপ ক্যাম্পে ইনজুরি কাটিয়ে ঢোকার সম্ভাবনা আছে মামুনের। আপাতত ২৮ তারিখের ম্যাচটা না খেলার পরামর্শ দেয়া হয়েছে তাকে।’

এদিকে ইনজুরিতে প্রায় পুরো মৌসুম ঢাকা আবাহনীর দল থেকে ছিটকে যাওয়া দেশসেরা ডিফেন্ডার তপু বর্মন পুরোপুরি ফিট হবেন অক্টোবরে। আতিকুর রহমান ফাহাদও ইনজুরি থেকে ফিরছেন নভেম্বরের পরে। আফগানিস্তান ম্যাচ মিস করলেও পরের ম্যাচগুলোতে ফেরার সুযোগ আছে তাদেরও।

আতিকুর রহমান ফাহাদ ইমন বাবু এশিয়ান কাপ জেমি ডে তপু বর্মন বিশ্বকাপ বাছাইপর্ব মাঝহারুল ইসলাম হিমেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর