কলম্বো টেস্টের শেষ দিন এসে সহজ জয় তুলে নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। স্বাগতিক শ্রীলঙ্কাকে ইনিংস ও ৬৫ রানে হারিয়েছে কিউইরা। ব্যাটিং ব্যর্থতায় ড্র করতে পারেনি লঙ্কানরা। নিউজিল্যান্ডের এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ সমতায় শেষ হলো।
বল হাতে নিউজিল্যান্ড পেসার টিম সাউদি আর ট্রেন্ট বোল্টের দারুণ পারফর্মের পর ব্যাট হাতে দারুণ এক সেঞ্চুরি তুলে নেন ওপেনার টম ল্যাথাম। তার আগে লঙ্কান অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভা সেঞ্চুরির দেখা পান। শেষ দিন সেঞ্চুরির দেখা পান বিজে ওয়াটলিং।
প্রথম ইনিংসে ২৪৪ রানে গুটিয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। জবাবে, ১১৫ ওভার ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে কিউইরা ৬ উইকেট হারিয়ে ৪৩১ রান তুলে ইনিংস ঘোষণা করে। সপ্তম সেঞ্চুরি হাঁকান ওয়াটলিং। দ্বিতীয় ইনিংসে ৭০.২ ওভারে গুটিয়ে যাওয়ার আগে লঙ্কানরা তোলে মাত্র ১২২ রান।
এর আগে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কান ওপেনার এবং দলপতি দিমুথ করুনারত্নে ৬৫ রান করেন। ৩২ রান আসে কুশল মেন্ডিসের ব্যাট থেকে। ধনাঞ্জয়া ডি সিলভা সেঞ্চুরি হাঁকান। তার ১৪৮ বলে সাজানো ইনিংসে ছিল ১৬টি চার আর দুটি ছক্কার মার।
কিউই পেসার ট্রেন্ট বোল্ট ২২.২ ওভারে ৭৫ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। টিম সাউদি ২৯ ওভারে ৬৩ রান খরচায় পান চারটি উইকেট। একটি করে উইকেট তুলে নেন কলিন ডি গ্রান্ডহোম, সমারভিলে এবং আইজাজ প্যাটেল।
নিজেদের ব্যাটিং ইনিংসে নেমে কিউই ওপেনার জীত রাভাল কোনো রান না করেই ফেরেন। আরেক ওপেনার টম ল্যাথাম টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি হাঁকান। ২৫১ বলে ১৫টি চারের সাহায্যে করেন ১৫৪ রান। এর আগে দলপতি কেন উইলিয়ামসন ২০, রস টেইলর ২৩, হেনরি নিকোলস ১৫ রানে বিদায় নেন। শেষ দিন ২২৬ বলে ৯টি চারের সাহায্যে ১০৫ রান করে অপরাজিত থাকেন ওয়াটলিং। আর দ্বিতীয় সেঞ্চুরির পথে থাকা গ্রান্ডহোম আগের দিনের ৮৩ রানেই বিদায় নেন। টিম সাউদি ১০ বলে করেন অপরাজিত ২৪ রান।
লঙ্কানদের হয়ে ৩৭ ওভারে ১১৪ রান খরচায় তিনটি উইকেট নিয়েছেন দিলরুয়ান পেরেরা। লাহিরু কুমারা একটি আর লাসিথ এমবুলদেনিয়া দুটি করে উইকেট পান। সুরাঙ্গা লাকমল আর ধনাঞ্জয়া ডি সিলভা কোনো উইকেট পাননি।
পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কান ওপেনার লাহিরু থিরিমান্নে করেন ০ রান। খালি হাতেই ফেরেন আরেক ওপেনার কুশল পেরেরা। কুশল মেন্ডিস ২০, অ্যাঞ্জেলো ম্যাথিউস ৭, ডি সিলভা ১ রান করেন। নিরোশান ডিকওয়েলা ৫১, দলপতি দিমুথ করুনারত্নে ২১, সুরাঙ্গা লাকমল ১৪ রান করেন। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, আইজাজ প্যাটেল আর সমারভিলে দুটি করে উইকেট পান। একটি উইকেট পান গ্রান্ডহোম। ম্যাচ সেরা নির্বাচিত হন টম ল্যাথাম। সিরিজ সেরা হন বিজে ওয়াটলিং।