Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলঙ্কার বিরুদ্ধে টাইগার ইমার্জিং দলের ম্যাচ শুরু


২৭ আগস্ট ২০১৯ ১৩:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের চার দিনের প্রথম ম্যাচ শুরু হয়েছে খুলনায়। মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। টসে জিতে বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।

টাইগার ইমার্জিং দলের সদস্যরা হলেন, সাইফ হাসান, মোহাম্মদ নাইম, নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), ইয়াসির আলি, আফিফ হোসেন, জাকির হাসান, মহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), তানভির ইসলাম, নাইম হাসান, ইয়াসিন আরাফাত এবং শফিকুল ইসলাম।

এর আগে অবশ্য শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ ইমার্জিং দল।

বিজ্ঞাপন

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-শ্রীলঙ্কা ইমার্জিং দলের মধ্যকার দ্বিতীয় চার দিনের ম্যাচটি হবে। ৭ সেপ্টেম্বর সফর শেষে ফিরে যাবে লঙ্কানরা।

খুলনা শহীদ শেখ নাসের স্টেডিয়াম বাংলাদেশ ইমার্জিং দল বাংলাদেশ-শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ইমার্জিং দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর