Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবকে টপকে ক্যারিয়ার সেরা রেটিংয়ে স্টোকস


২৭ আগস্ট ২০১৯ ১৬:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের মহাকীর্তির কথা কারো অজানা নয়। ১৩৫ রানে অপরাজিত থেকে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইংলিশদের এনে দিয়েছেন ঐতিহাসিক জয়। তাতে সিরিজে সমতায় ফিরেছে ইংলিশরা। ওদিকে, ওয়েস্ট ইন্ডিজকে অ্যান্টিগা টেস্টে হারিয়েছে সফরকারী ভারত। আর স্বাগতিক শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টের শেষ দিন হারিয়ে চমক দেখিয়েছে সফরকারী নিউজিল্যান্ড।

জমে উঠে শেষ হওয়া এই তিন টেস্টের পর ক্রিকেটারদের র‌্যাংকিং প্রকাশ করেছেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সবশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে লম্বা লাফ দিয়েছেন বেন স্টোকস। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে টপকে টেস্টের অলরাউন্ডার ক্যাটাগরিতে স্টোকস ঢুকে গেছেন দুই নম্বরে। শুধু তাই নয়, ক্যারিয়ার সেরা র‌্যাংকিং পয়েন্ট অর্জন করেছেন স্টোকস।

বিজ্ঞাপন

ব্যাটসম্যানদের ক্যাটাগরিতে ক্যারিয়ার সেরা ৬৯৩ রেটিং পয়েন্ট নিয়ে স্টোকস এখন ১৩ নম্বরে, লাফ দিয়েছেন ১৩ ধাপ। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দুইয়ে আছেন স্টিভ স্মিথ, তিনে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। চার থেকে শীর্ষ দশে আছেন যথাক্রমে চেতশ্বর পূজারা, হেনরি নিকোলস, দিমুথ করুনারত্নে, জো রুট, টম ল্যাথাম, আইডেন মার্কারাম এবং কুইন্টন ডি কক।

বোলারদের তালিকায় শীর্ষ দশে আছেন যথাক্রমে প্যাট কামিন্স, কেগিসো রাবাদা, জেমস অ্যান্ডারসন, ভারনন ফিল্যান্ডার, ট্রেন্ট বোল্ট, নেইল ওয়াগনার, জাসপ্রিত বুমরাহ, কেমার রোচ, মোহাম্মদ আব্বাস এবং রবীন্দ্র জাদেজা। এর মধ্যে নতুন করে শীর্ষ দশে ঢুকেছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। ক্যারিয়ার সেরা ৭৭৪ রেটিং পয়েন্ট নিয়ে বুমরাহ এখন সাত নম্বরে।

অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭ রানে ৫ উইকেট নিয়ে ৯ ধাপ এগিয়েছেন এই ভারতীয় পেসার। ১২ নম্বরে আছেন হেডিংলি টেস্টে ৯ উইকেট নেওয়া অজি পেসার জস হ্যাজেলউড। তিন ধাপ এগিয়েছেন তিনি। ক্যারিবীয়ান পেসার কেমার রোচ আছেন আট নম্বরে। ক্যারিয়ার সেরা ৬৭১ রেটিংয়ে ২১ নম্বরে উঠে এসেছেন ভারতের আরেক পেসার ইশান্ত শর্মা। ২৫০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করা নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট শীর্ষ পাঁচে।

এদিকে, টেস্টের অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। ৪৩৩ রেটিং পয়েন্ট তার। ৪১১ রেটিং নিয়ে দুইয়ে স্টোকস আর ৩৯৯ রেটিং নিয়ে তিনে নেমে গেছেন সাকিব। চারে থাকা ভারতের রবীন্দ্র জাদেজার রেটিং পয়েন্ট ৩৯৫। ৩২৬ রেটিং নিয়ে পাঁচে ঢুকেছেন দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার।

** স্টোকসের আরেক ‘মহাকাব্য’, রেকর্ড গড়ে অ্যাশেজে সমতায় ইংলিশরা

অলরাউন্ডার আইসিসি টেস্ট র‌্যাংকিং সাকিব স্টোকস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর