Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিল্লির স্টেডিয়ামের নাম হবে অরুণ জেটলি স্টেডিয়াম


২৭ আগস্ট ২০১৯ ১৭:১১ | আপডেট: ২৭ আগস্ট ২০১৯ ১৯:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সর্ববামে অরুণ জেটলি (প্রয়াত)

সদ্য প্রয়াত ভারতের সাবেক অর্থমন্ত্রী ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা অরুণ জেটলির নামে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসেসিয়েশন (ডিডিসিএ)। গত শনিবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্স (এআইআইএমএস) হাসপাতালে ৬৬ বছর বয়সে তার মৃত্যু হয়।

দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম ঢেলে সাজানোর পিছনে অরুণ জেটলির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ডিডিসিএ-র সঙ্গে ছিল তার আত্মার সম্পর্ক। পরে অবশ্য সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। সদ্য প্রয়াত এই নেতা ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের আধুনিকীকরণ করেন। তার সময়ে স্টেডিয়ামের ড্রেসিং রুম অত্যাধুনিক হয়।

বিজ্ঞাপন

এদিকে, গত ১৮ আগস্ট ছিল ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির ক্রিকেট ক্যারিয়ারের ১১তম বছর। ২০০৮ সালে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি। বিশেষ সম্মাননা জানিয়ে কোহলির নামে স্ট্যান্ড হচ্ছে দিল্লির ফিরোজ শাজ কোটলি স্টেডিয়ামে। ক্রিকেটে কোহলির অর্জনের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে ডিডিসিএ। আগামী ১২ সেপ্টেম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিরাট কোহলি স্ট্যান্ডের উদ্বোধন করা হবে। তার আগে অরুণ জেটলির নামে ফিরোজ শাহ কোটলার পুন:নামকরণ ঘোষণা হতে পারে। জহরলাল নেহেরু স্টেডিয়ামের ভারোত্তলন স্টেডিয়ামে হবে এই অনুষ্ঠান।

দিল্লির খেলোয়াড় হিসেবে মহিন্দর অমরনাথ ও বিষেণ সিং বেদীর নামে ফিরোজ শাহ কোটলায় স্ট্যান্ড রয়েছে। তবে তারা এ সম্মান পেয়েছিলেন অবসরের পর। আর কোহলি তা পাচ্ছেন ক্যারিয়ারের মধ্য গগনে।

এই স্টেডিয়ামের গেটের নাম রাখা হয়েছে সাবেক ওপেনার বীরেন্দর শেওয়াগ ও ভারতীয় নারী দলের প্রথম সেঞ্চুরিয়ান আনঞ্জুম চোপড়ার নামে। স্টেডিয়ামের হল অব ফেমে জায়গা পেয়েছেন সাবেক অধিনায়ক মনসুর আলী খান পাতৌদি।

আগামী নভেম্বরে ভারত সফরে বাংলাদেশ ‍তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট খেলবে। ৩ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিল্লির এই স্টেডিয়ামে। ফিরোজ শাহ কোটলার নাম বদলে অরুণ জেটলি হলে বাংলাদেশ-ভারত ম্যাচের সূচি আর ফলাফলে লেখা হবে নতুন এই স্টেডিয়ামের নাম।

অরুণ জেটলি দিল্লি ফিরোজ শাহ কোটলা বিরাট কোহলি স্টেডিয়াম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর