Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট নতুন স্বাদ দেবে উইলসনকে


২৮ আগস্ট ২০১৯ ১৩:৩৩

ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছেন মাত্র একটি। পল উইলসন আবারও ফিরছেন টেস্ট ক্রিকেটে, তবে এবার আম্পায়ার হিসেবে। বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টে আম্পায়ার হিসেবে অভিষেক হতে যাচ্ছে সাবেক এই অজি পেসারের। আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টটি শুরু হবে।

উইলসন টেস্টের ইতিহাসে ৯০তম অস্ট্রেলিয়ান আম্পায়ার হতে যাচ্ছেন। এখন পর্যন্ত ২৮ ওয়ানডে ও ১১ টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করেছেন তিনি। ইংল্যান্ড বিশ্বকাপেও আম্পায়ারের দায়িত্ব সামলেছেন উইলসন। চট্টগ্রাম টেস্টে উইলসনের সাথে দায়িত্ব পালন করবেন নাইজেল লং।

বিজ্ঞাপন

১৯৯৮ সালে কলকাতার ইডেন গার্ডেনসে অস্ট্রেলিয়ার হয়ে একটি টেস্ট খেলেছিলেন উইলসন, ওয়ানডে খেলেছেন ১১টি। অস্ট্রেলিয়ার হয়ে ১১ ওয়ানডে খেলে ১৩ উইকেট পাওয়া উইলসন টানা দ্বিতীয়বারের মতো ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সেরা ম্যাচ অফিসিয়ালের পুরস্কার পান।

টেস্ট আম্পায়ার হিসেবে অভিষেক প্রসঙ্গে উইলসন জানান, ‘২১ বছর আগে নিজের একমাত্র টেস্ট খেলেছিলাম, কলকাতায় আমি ওই ম্যাচটি খেলার পর ২১টি বছর কত দ্রুত কেটে গেছে! আমি আম্পায়ার হিসেবে টেস্ট উপভোগের জন্য প্রস্তুত। টেস্টই ক্রিকেটের প্রাণ, লাল বলের ক্রিকেটে দারুণ কিছু দেখার অপেক্ষায় আছি। এই লেভেলে অন্য সব আম্পায়ারদের সাথে একই প্যানেলে থাকতে পারাটাও গর্বের বিষয়। ক্রিকেটারের পর আম্পায়ার হওয়ার তালিকায় পল রাইফেলদের মতো মানুষদের পাশে থাকাটাও বড় ব্যাপার।’

আম্পায়ার টেস্ট পল উইলসন বাংলাদেশ-আফগানিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর