Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্যামাইকা টেস্টের স্কোয়াডে কিমো পল


২৮ আগস্ট ২০১৯ ১৪:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোড়ালির চোট থেকে সেরে উঠেছেন অ্যান্টিগা টেস্টে খেলতে না পারা ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কিমো পল। তাকে অন্তর্ভুক্ত করে জ্যামাইকা টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজে কিমো পল জায়গা করে নিলেও স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার মিগুয়েল কামিন্স। অ্যান্টিগায় ভারতের বিপক্ষে ৩১৮ রানের বিশাল ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে দুই ইনিংস মিলিয়ে বল করেছিলেন ২০ ওভার, ৬৯ রান খরচায় কোনো উইকেট পাননি।

প্রথম টেস্টের ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে আছে আরও একটি পরিবর্তন। গোড়ালির চোটের কারণে সিরিজের আগে ছিটকে গেছেন নিয়মিত উইকেটরক্ষক শেন ডওরিচ। প্রথম টেস্টেও খেলতে পারেননি তিনি। তার পরিবর্তে উইকেটের পেছনে দাঁড়ান শাই হোপ। আসন্ন ম্যাচেও উইকেটের পেছনে দেখা যেতে পারে শাই হোপকে। তবে উইকেটরক্ষক জাহমার হ্যামিল্টনকেও স্কোয়াডে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

প্রথম টেস্টে ভারতের বিপক্ষে ৩১৮ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক উইন্ডিজ। জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী শুক্রবার। প্রথম টেস্ট জেতায় ভারতের সংগ্রহে ৬০ পয়েন্ট। ক্যারিবীয়ানরা এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড:
জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্র্যাথওয়েট, ড্যারেন ব্রাভো, শামার্হ ব্রুকস, জন ক্যাম্পবেল, রোস্টন চেজ, রাহকিম কর্নওয়াল, জাহমার হ্যামিল্টন, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ার, শাই হোপ, কিমো পল ও কেমার রোচ।

কিমো পল জ্যামাইকা টেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর