নেইমার নয়, জিদানের আগ্রহ পগবায়
২৮ আগস্ট ২০১৯ ১৫:৪৮
নেইমারকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে বার্সেলোনা-পিএসজি। ব্রাজিল তারকাকে নিতে উঠেপড়ে লেগেছিল রিয়াল মাদ্রিদও। তবে, রিয়ালের ফরাসি কোচ জিনেদিন জিদানের আগ্রহ এখন কিছুটা কমতির দিকে। নেইমার নয় বরং স্বদেশি পল পগবাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছেন ফরাসি কোচ জিদান।
ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা পগবা খেলছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। তারা ফরাসি এই তারকার দাম ধরেছে ২০০ মিলিয়ন ইউরো।
এদিকে, নেইমারের জন্য দেওয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছে পিএসজি। ২০১৩, ২০১৭ এবং ২০১৮ সালে এই ব্রাজিলিয়ানের জন্য উঠেপড়ে লেগেছিল ইউরোপের সফল দল রিয়াল, সেটি পারেনি। এবার নেইমারের বিনিময়ে ১০০ মিলিয়ন ইউরোর সঙ্গে তিন খেলোয়াড় দেওয়ারও প্রস্তাব দেয় রিয়াল। স্ট্রাইকার গ্যারেথ বেল, গোলরক্ষক কেইলর নাভাস এবং হামেস রদ্রিগেজের বিনিময়ে নেইমারকে চেয়েও লাভ হয়নি রিয়ালের।
এমন অবস্থায় জিদায় হয়তো কিছু বিপাকেই পড়েছেন। ইউনাইটেডের ২০০ মিলিয়ন ইউরো হাঁকানোর পরও জিদানের শপিং লিস্টের এক নম্বর নামটি পগবা। এই মৌসুমে চেলসি থেকে বেলজিয়াম তারকা এডেন হ্যাজার্ডকে আনলেও জিদানের চোখ ফরাসি তারকার দিকেই। এছাড়া, রিয়ালের কোচ তার পছন্দের তালিকায় রেখেছেন টটেনহ্যামের ক্রিস্টিয়ান এরিকসন আর আয়াক্সের ডনি ভ্যান ডি বিককে।