Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানের অনুদানে জিমন্যাস্টিকস সরঞ্জামাদি পেলো ফেডারেশন


২৮ আগস্ট ২০১৯ ১৮:২৮

ঢাকা: বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনকে এর আগেও অনুদান সহায়তায় জিমন্যাস্টিকস সরঞ্জামাদি দিয়েছে জাপান সরকার। ট্রাম্পেলিন, ফ্লোর ম্যাটস, স্প্রিং, বোর্ড,ভল্টিং টেবিল পেয়েছে বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশন।

সম্প্রতি জাপান জিমন্যাস্টিকস ফেডারেশনের কাছ থেকে অনুদান হিসেবে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন পেয়েছে ১টি রিং সেট এবং প্যারালাল বারস। প্রায় ১২ লাখ টাকা মূল্যের এই সব সরঞ্জামাদির ট্যাক্সও বহন করেছে জাপান সরকার।

বিজ্ঞাপন

আজ বুধবার (২৮ আগস্ট) এই ব্যয়বহুল সরঞ্জামাদি ঢাকাস্থ জাপান দূতাবাস বাংলাদেশ জিমম্যাস্টিকস ফেডারেশনকে হস্তান্তর করেছে। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাসিয়ামে বাংলাদেশ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিমের উপস্থিতিতে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদের কাছে এই সব সরঞ্জামাদি বুঝিয়ে দেন ঢাকায় নিযুক্ত জাপানের চার্জ দ্য অ্যাফেয়ার্স হিরোকি ইয়ামো।

এ উপলক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাসিয়ামে ঢাকাস্থ জাপান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সম্মানে নুতন রিং এবং প্যারালাল বারস-এ বাংলাদেশের জিমন্যাস্টরা পারফর্ম করেন। ফ্লোর এক্সারসাইজও করেন তারা।

বাংলাদেশ-জাপান মৈত্রী সহযোগিতায় ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়ায় জাপান তাদের অনুদান সহায়তা অব্যাহত রাখবে বলে জাপানের চার্জ দ্য অ্যাফেয়ার্স তার বক্তব্যে উল্লেখ করেন। বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামকে আধুনিকায়নে জাপানকে সহযোগিতার আহ্বান জানান।

বিজ্ঞাপন

ঢাকায় নিযুক্ত জাপানের চার্জ দ্য অ্যাফেয়ার্সের আগমনকে স্বাগত জানিয়ে বাংলাদেশে প্রচলিত জাপানের জনপ্রিয় খেলাধুলায় জাপান সরকারের সহযোগিতা কামনা করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

জিমন্যাস্টিকস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর