Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমন বেহাল ট্র্যাকেই হবে সামার অ্যাথলেটিক্স


২৮ আগস্ট ২০১৯ ১৯:৩৮

ঢাকা: বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের নির্বাচন গেল কিছু দিন আগে। নির্বাচনে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুর নেতৃত্বাধীন পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে। নির্বাচনের পরপর প্রথম অ্যাথলেটিক্সের আসর। এই আসর শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকে। ইলেকট্রনিক্স টাইমিংয়ে হবে এই আসর। তবে বেহাল ট্র্যাকেই গড়াচ্ছে অ্যাথলেটিক্সের এই ১৫তম আসর।

ট্র্যাকের বেহাল অবস্থার মধ্যে অ্যাথলেটিক্সের এতো বড় আসর গড়াচ্ছে এমন প্রশ্নের জবাবে উত্তরটা যেন ঠ্যাকাসাড়া ফেডারেশনের নব্য সাধারণ সম্পাদক আব্দুর রকিব মিন্টুর, ‘ক্রীড়ামন্ত্রী চাইলেই হয়।’

বিজ্ঞাপন

সদ্য নির্বাচিত কমিটির কর্মপরিকল্পনা ও নতুনত্ব নিয়েও সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে সাংবাদিকদের একই প্রশ্ন।

সভাপতি এসএম আলী কবির থাকলেও সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টুকেই সামলাতে হয়েছে এই প্রশ্ন। তিনি উত্তরে বলেন,‘ আমরা মাঠে রয়েছি এটাই নতুনত্ব। নির্বাচনের পর অনেকে অনুরোধ করেছিল সামার মিট পেছাতে। অ্যাথলেটিক্সের স্বার্থে আমরা পেছাই নেই। খেলা সূচি অনুযায়ী রেখেছি।’

নির্বাচনের সময় একটি ইশতেহার দিয়েছিল মন্টু-ফারুক পরিষদ। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর কর্মপরিকল্পনা নিয়ে শিগগিরই গণমাধ্যমের মুখোমুখি হওয়ার অঙ্গীকার সাধারণ সম্পাদকের, ‘আমরা কিছু দিনের মধ্যেই আবার আপনাদের সামনে আসব। আমাদের রোডম্যাপ নিয়ে আলোচনা করব। ’

ডিসেম্বরে নেপালে এসএ গেমস। এসএ গেমসে সাম্প্রতিক সময়ে অ্যাথলেটিক্সে তেমন সাফল্য নেই। এই সামার মিট এসএ গেমসের বড় ট্রায়াল ক্ষেত্র হিসেবে দেখছেন সাধারণ সম্পাদক,‘ এসএ গেমসের ক্যাম্প চলছে। এই সামারের মাধ্যমে আমাদের অ্যাথলেটদের অবস্থান সুদৃঢ়ভাবে জানা যাবে। ’

বিজ্ঞাপন

শুক্রবার শুরু হওয়া সামারে পুরুষদের ২২ ইভেন্ট ও মহিলাদের ১৪ ইভেন্ট রয়েছে। জেলা, বিভাগ, বিশ্ববিদ্যাল্যয়, শিক্ষাবোর্ড, সংস্থা মিলিয়ে মোট ৫০০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করার কথা। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ট্রাস্ট ব্যাংক। শনিবার শেষ হবে দু’দিন ব্যাপী ১৫তম সামার অ্যাথলেটিক্স।

১৫তম গ্রীষ্মকালীন অ্যাথলেটিক্স অ্যাথলেটিক্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর