Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগে যে দল যেখানে


২৯ আগস্ট ২০১৯ ২৩:৪২

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০১৯-২০২০ মৌসুমের ড্র অনুষ্ঠিত হয়েছে। ৩২টি ক্লাব ভাগ হয়েছে আটটি গ্রুপে।

বড় দলগুলোর মধ্যে রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) পড়েছে এক গ্রুপে, তাদের গ্রুপ ‘এ’। এছাড়া বায়ার্ন মিউনিখ আর টটেনহ্যাম হটস্পার্স আছে একই গ্রুপ ‘বি’তে। এদিকে, জুভেন্টাস আর অ্যাতলেটিকো মাদ্রিদ আছে গ্রুপ ‘ডি’তে। আর বার্সেলোনার গ্রুপ ‘এফ’-এ স্থান পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড এবং ইন্টার মিলানও। সে হিসাবে বার্সোলার গ্রুপটিই এবারের চ্যাম্পিয়নস লিগে ‘ডেথ গ্রুপে’র তকমা পেতে যাচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে, ‘সি’ গ্রুপে ম্যানচেস্টার সিটির প্রধান প্রতিপক্ষ শাখতার দানেশঙ্ক। আর ‘এইচ’ গ্রুপে চেলসিকে পেরোতে হবে আয়াক্সের গেরো। এছাড়া ‘ই’ গ্রুপের লিভারপুলের প্রতিপক্ষ থাকছে নাপোলি। সে তুলনায় গ্রুপ ‘জি’তে নেই তেমন তারকা দল। এই গ্রুপের দলগুলো হলো— জেনিত, বেনফিকা, অলিম্পিক লিও ও আরবি লেইপঝিগ।

গ্রুপ ‘এ’: পিএসজি, রিয়াল মাদ্রিদ, গালাতাসারে ও ক্লাব ব্রাগগে।

গ্রুপ ‘বি’: বায়ার্ন মিউনিখ, টটেনহ্যাম হটস্পার্স, অলিম্পিয়াকোস ও আরএস বার্কনে।

গ্রুপ ‘সি’: ম্যানচেস্টার সিটি, শাখতার দানেশঙ্ক, ডাইনামো ও আটলান্টা।

গ্রুপ ‘ডি’: জুভেন্টাস, অ্যাতলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুজেন ও লোকোমোতিভ।

গ্রুপ ‘ই’: লিভারপুল, নাপোলি, সালসবুর্গ ও জেংক।

গ্রুপ ‘এফ’: বার্সেলোনা, বরুশিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান ও স্লাভিয়া।

গ্রুপ ‘জি’: জেনিত, বেনফিকা, অলিম্পিক লিও ও আরবি লেইপঝিগ।

গ্রুপ ‘এইচ’: চেলসি, আয়াক্স, ভ্যালেন্সিয়া ও লিলে।

২০১৯-২০ উয়েফা গ্রুপ পর্বের ড্র চ্যাম্পিয়নস লিগ টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর