Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গতির রাজা হাছান মিয়া, রানী আবারও শিরিন


৩০ আগস্ট ২০১৯ ১৭:৩৭ | আপডেট: ৩০ আগস্ট ২০১৯ ১৯:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ১৫তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতার সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট ১০০ মিটারে গতির রাজা হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর হাছান মিয়া ও গতির রানী হয়েছেন শিরিন আক্তার। এ ধরা নয় বার টানা দ্রুততম মানবী হয়েছেন শিরিন। টানা দুই সামার অ্যাথলেটিক্সে স্বর্ণ নিশ্চিত করেছেন হাছান। ইলেক্ট্রনিক টাইমিংয়ে শিরিন দৌড় শেষ করেছেন ১২.২১ সেকেন্ডে এবং হাসান মিয়া মিট শেষ করেছেন ১০.৬১ সেকেন্ডে।

তবে দুই জনের কেউই রেকর্ড গড়তে পারেননি। একটুর জন্য রেকর্ড ছুঁতে পারেননি হাছান। ১৯৯৯ সালে ঢাকা ইলেক্ট্রনিক টাইমিংয়ে পুরুষ বিভাগে ১০০ মিটার মিট শেষ করেছিলেন মাহবুব আলম। ২০ বছর ধরে তার ১০.৫৪ সেকেন্ডের রেকর্ড এখনও অক্ষত।

বিজ্ঞাপন

এদিকে শিরিনও তার নিজের রেকর্ড ছাড়াতে পারেননি। ২০১৬ সালে ভারতেও গোহাটিতে করা তার ১১.৯৯ সেকেন্ডের রেকর্ড ছুঁতে পারেননি।

আসন্ন এসএ গেমসে নিজেদের রেকর্ড ছাড়িয়ে যাবেন বলেও বিশ্বাস দেশ দ্রুততম দুই অ্যাথলেটের।

এই টুর্নামেন্টের আগের আসরেও স্বর্ণ জিতেছিলেন হাছান মিয়া। মাঝে জাতীয় অ্যাথলেটিক্সে এম ইসমাইলের কাছে হারতে হয়েছিল বিকেএসপির সাবেক দৌড়বিদকে। তবে পরের সামার অ্যাথলেটিক্সে এসে স্বর্ণ ঘরে তুলে নিয়েছেন তিনি।

অ্যাথলেটিক্স টপ নিউজ শিরিন আক্তার হাসান মিয়া