Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ নারী দলের পাকিস্তান সফরের সময়সূচী চূড়ান্ত


৩১ আগস্ট ২০১৯ ১২:২৮ | আপডেট: ৩১ আগস্ট ২০১৯ ১২:২৯

বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে সিরিজের সময়সূচী প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তিনটি টি-টোয়েন্টি আর দুইটি ওয়ান ডে ম্যাচ খেলতে অক্টোবরে পাকিস্তানে যাবে বাংলাদেশ নারী দল।

আগামী অক্টোবরের ২৩ তারিখ ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল। ২৬ তারিখ থেকে শুরু হবে টি-টোয়েন্টি। সিরিজের সব ক’টি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

শেষ চার বছরের মধ্যে এটি হবে বাংলাদেশ নারী দলের দ্বিতীয় পাকিস্তান সফর। এর আগে ২০১৫ সালে দুইটি টি-টোয়েন্টি এবং দুইটি ওয়ান ডে ম্যাচ খেলতে পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ দল। সেই সিরিজের সব ক’টি ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল করাচিতে।

এরপর ২০১৮ সালে পাকিস্তান নারী দল বাংলাদেশ সফরে এসেছিলেন। গেল বছর অক্টোবরে চারটি টি-টোয়েন্টি আর একটি ওয়ান ডে ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান নারী ক্রিকেট দল। সেই সিরিজে বাংলাদেশ নারী দল টি-টোয়েন্টি সিরিজ হারলেও জিতেছিল ওয়ান ডে ম্যাচটি।

পাকিস্তান সিরিজের সময়সূচী:

প্রথম টি-টোয়েন্টি: ২৬ অক্টোবর

দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৮ অক্টোবর

তৃতীয় টি-টোয়েন্টি: ৩০ অক্টোবর

প্রথম ওয়ান ডে: ২ নভেম্বর

দ্বিতীয় ওয়ান ডে: ৪ নভেম্বর।

সিরিজের সব ক’টি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

আরও পড়ুন: খেলবেন না অ্যান্ডারসন, শঙ্কায় স্মিথ

পাকিস্তান সফর বাংলাদেশ নারী ক্রিকেট দল বাংলাদেশ-পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর