Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজেদের ঝালিয়ে নিয়েছে আফগানরা


৩১ আগস্ট ২০১৯ ১৮:৩৯

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে একমাত্র সিরিজের টেস্ট ও ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে বাংলাদেশে অবস্থান করছে আফগানিস্তান ক্রিকেট দল। গত শুক্রবার (৩০ আগস্ট) ঢাকায় পৌঁছানো আফগানিস্তান দলটি এখন বন্দর নগরী চট্টগ্রামে। ৫ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হতে যাওয়া টেস্টের জন্য নিজেদের ঝালিয়ে নিচ্ছে রশিদ খানের নেতৃত্বে আসা দলটি।

শুক্রবার (৩০ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে রশিদ খানের নেতৃত্বে আফগান দলের সদস্যরা।

বিজ্ঞাপন

শনিবার (৩১ আগস্ট) চট্টগ্রামের জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত সময় পার করে আফগানিস্তান ক্রিকেট দল। সেখানে রানিং, ব্যাটিং আর বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে আফগানরা।

হালকা অনুশীলন শেষে ১-২ সেপ্টেম্বর এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতিমূলক ম্যাচে অংশ নেবে আফগানরা। এরপর ৫-৯ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে টাইগারদের মুখোমুখি হবে মোহাম্মদ নবী, রশিদ খানরা।

এদিকে, একমাত্র টেস্টকে সামনে রেখে নিজেদের মাঝে দুভাগে ভাগ হয়ে অনুশীলন ম্যাচ খেলেছে বাংলাদেশ। ১৫ সদস্যের বাংলাদেশ দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ এবং মোসাদ্দেক হোসেন সৈকত। তবে দল থেকে বাদ পড়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। আফগানিস্তানের বিপক্ষে ১৫ সদস্যের দলে আরও ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপের পর দীর্ঘ বিশ্রামের পর সাকিবের সাথে আরও ফিরেছেন লিটন দাস।

বিজ্ঞাপন

দলে তিন পেসারের সাথে আছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম, দুই ডানহাতি স্পিনার মিরাজ এবং নাঈম হাসান।

বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে ৮ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছাবে জিম্বাবুয়ে। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ। ফাইনাল হবে ২৪ সেপ্টেম্বর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন।

আফগানিস্তান ও ত্রিদেশীয় সিরিজের সূচি:
৫-৯ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট ম্যাচ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
১১ সেপ্টেম্বর: বিসিবি একাদশ বনাম জিম্বাবুয়ে টি-টোয়েন্টি প্র্যাকটিস ম্যাচ
১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
১৪ সেপ্টেম্বর: জিম্বাবুয়ে বনাম আফগানিস্তান, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
১৫ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
১৮ সেপ্টেম্বর: বাংলাদেশ জিম্বাবুয়ে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
২০ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
২১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
২৪ সেপ্টেম্বর: ফাইনাল (টি-টোয়েন্টি সিরিজ)

ছবি: শ্যামল নন্দী

অনুশীলন আফগান চট্টগ্রাম টেস্ট ম্যাচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর