ইউনাইটেড ছেড়ে আরও একজন ইতালিতে
২ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২৭
রোমেলু লুকাকু, অ্যালেক্সিজ সানচেজ, ক্রিস স্মলিংকে ছেড়ে দেওয়ার পর ইংলিশ প্রিমিয়ারের দল ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দিয়েছে ডিফেন্ডার মাত্তেও ডারমিয়ানকে। ২০১৫ সালের জুলাইয়ে তখনকার কোচ লুইস ফন গাল ডারমিয়ানকে ইউনাইটেডে নিয়ে আসেন।
লুকাকু, সানচেজ, স্মলিং যোগ দিয়েছেন ইতালিয়ান ক্লাবে। এবার তাদের পথ অনুসরণ করে ইতালির ক্লাব পার্মাতে যোগ দিলেন ডারমিয়ান। বেলজিয়াম ফরোয়ার্ড লুকাকু আর চিলির ফরোয়ার্ড সানচেজ যোগ দিয়েছেন ইন্টার মিলানে। আর ডিফেন্ডার স্মলিংকে নিয়েছে রোমা।
ইতালিয়ান ডিফেন্ডার ডারমিয়ান সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডে খেলেছেন ৯২ ম্যাচ। ওল্ড ট্রাফোর্ডে তার মেয়াদ ছিল ২০২০ পযর্ন্ত। ২০১৭ সালের পর মাত্র ১৩ ম্যাচে ইউনাইটেডের জার্সিতে খেলার সুযোগ হয় ডারমিয়ানের। ৩.৬ মিলিয়ন পাউন্ডে চার বছরের চুক্তিতে ইতালিয়ান সিরি আ লিগের ক্লাব পার্মায় যোগ দিয়েছেন ২৯ বছর বয়সী এই ফুলব্যাক।
২০০৬ থেকে ২০১০ সাল পযর্ন্ত ইতালিয়ান ক্লাব এসি মিলানে খেলেছেন ডারমিয়ান। ২০১০ সালে তিনি যোগ দেন আরেক ইতালিয়ান ক্লাব পালেরমোতে। এক মৌসুম সেখানে পার করে ২০১১ সালে এই ডিফেন্ডার যোগ দেন তোরিনোতে। ইতালিয়ান ক্লাব তোরিনো থেকে ২০১৫ সালে তিনি যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ইংলিশ লিগের এই ক্লাবে তিনি নিজের প্রথম মৌসুমেই জিতেছেন এফ এ কাপের শিরোপা। ২০১৬-১৭ মৌসুমে জেতেন উয়েফা ইউরোপা লিগের শিরোপা। আবার নিজের ঘরেই ফিরলেন ইতালিতে।