Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবাহনী থেকে কিংসে তপু, আসছেন লেবানন ফুটবলার


২ সেপ্টেম্বর ২০১৯ ২০:৪২

ঢাকা: ইনজুরিতে প্রায় পুরো মৌসুম কেড়ে নিয়েছে ঢাকা আবাহনীর তপু বর্মণের। দেশ সেরা ডিফেন্ডারকে ছাড়াই তাই জাতীয় দল গড়তে হয়েছে জেমি ডে’কেও। তবে সামনের নভেম্বরেই পুরো ফিট হয়ে মাঠে নামছেন তপু। এরই মাঝে আবাহনীর শিবির থেকে বসুন্ধরা কিংসের হয়ে নাম লেখিয়েছেন নারায়ণগঞ্জের এই ফুটবলার। শুধু তপু নয়, আসছে বিপিএলের ১২তম আসরে কিংস শিবিরে দেখা যাবে লেবানন জাতীয় দলের ফুটবলারকেও।

সংশ্লিষ্টসূত্রে জানা যায়, ১২তম আসরে এএফসি কাপ ও বিপিএলকে সামনে রেখে শক্তিশালী দল গড়তে চায় লিগ চ্যাম্পিয়নরা। তাই ভালো মানের দেশি ও বিদেশি ফুটবলার দলে ভেড়ানোর চিন্তা করছে কিংস। দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের সঙ্গে চুক্তি নবায়ন করে ইতোমধ্যে তপু বর্মণকেও দলে নিয়েছে কিংস।

বিজ্ঞাপন

তপু বর্মণের পাশাপাশি লেবানন জাতীয় ফুটবল দলের সদস্য মোহাম্মাদ জালালকেও দলে ভেড়াতে যাচ্ছে দেশের শীর্ষ ক্লাবটি। লেবানন লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল আহেদ ক্লাবের স্ট্রাইকারকে ট্রায়ালে ডাকবে কিংস। ভালো লাগলেই শিবিরে নিয়ে নেয়া হবে বলে জানা যায়।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২তম আসরের দলবদল শুরু হচ্ছে চলতি মাসের অক্টোবরে। লিগ শুরু হবে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে। প্রতিটি ক্লাব পাঁচজন বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশন করতে পারবে।

ইতোমধ্যে দল গোছানো শুরু করে দিয়েছে ক্লাবগুলো। অক্টোবরের এক তারিখ থেকে ট্রান্সফার উইন্ডো খুলবে। নভেম্বরের ২৮ তারিখ পর্যন্ত চলবে দলবদল। দেশি-বিদেশি ফুটবলাররা এই দলবদলে অংশ নিবে।

ঢাকা আবাহনী তপু বর্মণ বসুন্ধরা কিংস

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর