বিপাকে শামি, বিচার ব্যবস্থায় খুশি তার স্ত্রী
৩ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৫৩
স্ত্রী নির্যাতনের মামলায় ভারতীয় পেসার মোহাম্মদ শামি ও তার ভাই হাসিদ আহমেদের বিরুদ্ধে শর্তসাপেক্ষে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন কলকাতার একটি আদালত। শামির স্ত্রী হাসিন জাহানের করা মামলায় আলিপুরের অতিরিক্ত মুখ্য দায়রা আদালত এ আদেশ দিয়েছেন। ১৫ দিনের মধ্যে আদালতে আত্মসমর্পণ না করলেই জারি হবে এই পরোয়ানা।
গত বছর স্ত্রী নির্যাতনের অভিযোগে শামির বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন তার স্ত্রী হাসিন জাহান। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, অভিযোগপত্র না দেখে শামির বিপক্ষে তারা কোনো ব্যবস্থা নেবে না।
এদিকে, হাসিন জাহান ভারতীয় সংবাদমাধ্যমে জানান, ‘বিচার ব্যবস্থার প্রতি আমি কৃতজ্ঞ। এক বছরের বেশি সময় হলো আমি বিচারপ্রার্থী। কিন্তু শামি নিজেকে খুব বড় কিছু মনে করে। সে নিজেকে অনেক বেশি ক্ষমতাবান মনে করে। কারণ সে ক্রিকেটার। সে নিজেকে বড় ক্রিকেটার মনে করে।’
হাসিন আরও যোগ করেন, ‘যদি আমি পশ্চিমবঙ্গ থেকে না আসতাম, যদি মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী না হতেন তাহলে আমাদের নিরাপদে থাকা কঠিন হতো। উত্তর প্রদেশের পুলিশ আমাদের হেনস্থা করেছে। আমার ছোটো মেয়েকেও তারা ছাড় দেয়নি। ইশ্বরকে ধন্যবাদ আমরা নিরাপদে আছি।’
ভারতীয় দলের সঙ্গে এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন শামি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শামির গ্রেফতারি পরোয়ানার ব্যাপারে ইতোমধ্যেই জেনেছে। তবে, বোর্ড থেকে জানানো হয়, ‘বিসিসিআইয়ের সংবিধান অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না সেটা দেখা হবে। যদিও শামির বিষয়টি একান্তই তার পারিবারিক, তাই বোর্ডের সঙ্গে তার চুক্তি বাতিলের কোনো প্রয়োজন নেই। তবে, আদালতের কোনো নির্দেশ অমান্য হয় এমন কিছু করা হবে না। আমরা নিশ্চিত দেশে ফিরে শামি প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেবে।’
এর আগে স্ত্রী নির্যাতন, পরকীয়া, বিষ খাইয়ে হত্যার চেষ্টাসহ শামি ও তার পরিবারের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি অভিযোগ দায়ের করেন হাসিন জাহান। যা এখনও আদালতে বিচারাধীন। ২০১৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শামি-হাসিন।