Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বপ্নকে তাড়া করে সব চ্যালেঞ্জকেই গ্রহণ করেছি’


৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৪৮

সারাবাংলা ডেস্ক

চলতি লা লিগায় ১৭ ম্যাচে মাত্র ৮ গোল, চ্যাম্পিয়ন্স লিগে ৬ ম্যাচে ৯ গোল। ঠিক যেন বোঝা যাচ্ছে না রিয়াল মাদ্রিদের সেরা অস্ত্র ক্রিস্টিয়ানো রোনালদোর মতিগতি। তবে রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ ফরোয়ার্ড প্রত্যয়ের সুরে জানিয়েছেন, ফিটনেস ধরে রেখে সামনের বছরগুলোতেও ভালো করবেন।

লা লিগা কিংবা কোপা দেল রে’র শিরোপা এবার ধরা দিচ্ছে না রিয়ালকে। কোপা দেল রে থেকে আগেই ছিটকে পড়েছে, লা লিগার শিরোপা স্বপ্নও অনেকটাই শেষ হয়েছে। মৌসুমের শুরু থেকে এই দুই টুর্নামেন্টে ধুঁকছেন রোনালদো, ধুঁকছে রিয়াল।

তারপরও এই মৌসুমকে মোটেই খারাপ চোখে দেখছেন না রোনালদো। সন্তানের সংখ্যা বেড়েছে, বেড়েছে স্পন্সরশিপের আর্থিক লেনদেনও। রোনালদো জানালেন, ‘ব্যক্তিগত দিক দিয়ে আমি ভালো সময় পার করছি। চমৎকার একটা বছর কাটছে। আমার পরিবার বেড়েছে এবং আমি আমার জীবন নিয়ে খুবই খুশি।’

পাঁচবারের ব্যালন ডি অর জয়ী রোনালদো আরও যোগ করেন, ‘আমি আরও উন্নতি করতে চাই এবং আরও অনেক সাফল্যের চূড়ায় পৌঁছতে চাই। ক্লাবের হয়ে ট্রফি জিতেছি, দেশের হয়ে জিতেছি। আমি মনে করি, আরও কয়েক বছর আমি সর্বোচ্চ পর্যায়ে কর্তৃত্ব নিয়ে খেলতে পারব।’

রোনালদো আরও জানান, ‘আমার অনেক অনেক স্বপ্ন আছে। সব ফুটবলারেরই স্বপ্ন থাকে। শীর্ষ পর্যায়ে থেকে আমি আরও অনেক বছর ফুটবল চালিয়ে যাওয়ার আশা করছি। স্বপ্নকে তাড়া করে সব চ্যালেঞ্জকেই গ্রহণ করেছি। ফিটনেস ধরে রেখেই এগুবো। কেননা, এটা আমার পেশার জন্য গুরুত্বপূর্ণ। ২০ বছর বয়সে আমি যেটা পারতাম এখন সেটা পারিনা। আমাকে শতভাগ ফিট থাকতে হবে এবং বিষয়টা আমি খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছি। সর্বকালের সেরাদের কাতারে নাম লেখাতে চাই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর