Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগরিকায় ‘কি ফ্যাক্টর’ হবে ব্যাটিং


৪ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫৯

চট্টগ্রাম থেকে: বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টে দুই দলের স্পিনাররাই থাকবেন পাদ প্রদীপের আলোয়। সাগরিকার স্পিন স্বর্গে ঘূর্ণি যাদু চালিয়ে নাকাল করতে চাইবেন প্রতিপক্ষের ব্যাটসম্যানকে। সাকিব, তাইজুল, মিরাজরা যেমন অফস্পিন বিষ ঢেলে আফগান ব্যাটসম্যানদের নীল করতে চাইবেন, তেমনি লেগ স্পিন বিষে টাইগার বধের উৎসব করতে চাইবে আফগানরা। ঠিক এমন একটি কন্ডিশনে জয়ের প্রভাবক হিসেবে কাজ করবে ব্যাটিং। ঘূর্ণি যাদুর পিচে যে দল যত বেশি ধৈর্য্যশীল ব্যাটিং করবে জয়ের তিলক অঙ্কিত হবে তাদের কপালেই।

বিজ্ঞাপন

বুধবার (৪ সেপ্টেম্বর) জহুর আহেমেদ চৌধুরী স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে একথা বলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

তিনি জানালেন, ‘দেখুন, দেশে আমরা ভালোই বোলিং করেছি। আমাদের স্পিনাররা যখনই সুযোগ পেয়েছে তাদের পছন্দ মতো উইকেট পেয়েছে। তারা সবসময় ভালো করেছে। কিন্তু এটাও ঠিক ওদের দলেও মানসম্মত স্পিনার আছে। আমার কাছে মনে হয় এখানে পার্থক্যটা গড়ে দিতে পারে দুই দলের ব্যাটিংটাই।’

বলার অপেক্ষাই রাখছে না বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া টাইগার-আফগান টেস্টে এগিয়ে থাকবে টাইগাররাই। কারণটিও পানির মতো পরিষ্কার। সাদা পোশাকে সাকিবরা যেখানে ১৯ বছরের অভিজ্ঞতায় পুষ্ট সেখানে রশিদ খানরা শুরুই করেছে মাত্র তিন বছর হলো। স্বাগতিক দলে পাঁচ সদস্য আছেন সাদা পোশাকে যারা নুন্যতম ১০ বছর কাটিয়ে দিয়েছেন। সেই বিবেচনায় সফরকারীরা একবারেই সদ্যজাত! খেলেছে মাত্র দুটি টেস্ট। র‌্যাংকিংয়ে অনেক এগিয়ে বাংলাদেশ।

১৯ বছরের অভিজ্ঞতার মিশেলে থাকছে হোম কন্ডিশনের বাড়তি সুবিধাও। যা শতভাগ আদায় করে নিয়ে ক্রিকেটে সবসময়ের শক্তিধর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে হারানোর অভিজ্ঞতা সাকিবদের আছে। নিজেদের মাটিতে টিম বাংলাদেশ কতটা পারঙ্গম গোটা ক্রিকেট বিশ্বই তা অবাক চোখে দেখেছে।

সেই দলটিই যখন সাদা পোশাকে সদ্য জন্ম নেওয়া একটি দলের বিপক্ষে খেলবে নিশ্চই চাপে থাকবে। কেননা রশিদ খানদের হারানোর কিছু নেই। কিন্তু সাকিবরা হেরে গেলেই যে মহাবিপদ! তবে, কোনো বিবেচনাতেই আফগানদের পিছিয়ে রাখতে সম্মত নন টাইগার দলপতি সাকিব, ‘র‌্যাংকিংটা খুব বেশি ম্যাটার করে বলে আমার কাছে মনে হয় না। এর একটা বড় কারণ হলো ওরা এত ভালো ক্রিকেট খেলছে… স্বাভাবিকভাবেই হয়তো ফরম্যাটটা আলাদা হওয়ায় আমরা ভিন্নভাবে ভাবছি। কিন্তু ওদের দলে তো ওরকম প্লেয়ার আছে যারা ম্যাচ জেতাতে সক্ষম।’

বিজ্ঞাপন

ছবি: শ্যামল নন্দী

টেস্ট বাংলাদেশ-আফগান ব্যাটিং সাকিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর