Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধু তুমি শত্রু তুমি


৪ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫১

চট্টগ্রাম থেকে: আইপিএলের গেল দুই মৌসুম একই দলে খেলেছেন সাকিব আল হাসান ও রশিদ খান। সানরাইজার্স হায়দ্রাবাদের টিম মিটিং থেকে শুরু করে টিম বাস, টিম হোটেল ও অভিন্ন ড্রেসিংরুমে কেটেছে দুর্দান্ত এক একটি মুহূর্ত। মোটামুটি লম্বা এই সময়ে হয়ে উঠেছেন একে অপরের হরিহর আত্মা। যার প্রমাণ মিলল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

গতকাল দিনের অনুশীলন শেষ করে মাত্রই ড্রেসিংরুমে ফিরেছেন রশিদ খান। কাকতালীয়ভাবে ঠিক তখনই সাকিব এসেছেন অনুশীলনে। ড্রেসিংরুমের অদূরে দুজনের দেখা হতেই কী গভীর ভালোবাসায় না একে অপরকে জড়িয়ে ধরলেন। সম্পর্কটা কত গভীর তা তাদের অভিব্যক্তিতেই স্পষ্ট ছিল।

বিজ্ঞাপন

বাস্তবতার নিরিখে সেই দুজনই এই মুহূর্তে একে অপরের শত্রু। নিজ নিজ দেশের হয়ে মাঠের রণে নামতে হচ্ছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে সাগরিকায় শুরু হওয়া একমাত্র টেস্টে সাকিব যখন লাল সবুজের পতাকার মান সম্মুন্ন রাখতে লড়বেন, তখন রশিদ খান লড়বেন আফগান পতাকা তুলে ধরতে। একটি জায়গায় দুজনের অদ্ভুত মিলও আছে। সাকিব আল হাসান লাল সবুজের ব্যাটন হাতে। আর আফগানদের ব্যাটন তুলে দেওয়া হয়েছে রশিদের হাতে।

কেমন হবে সেই অনুভূতি? জানতে চাওয়া হয়েছিল আফগান দলপতি রশিদ খানের কাছে। জবাবে নাম্বার ওয়ান এই লেগি জানালেন, দারুণ মজা হবে। সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘সত্যি অনেক মজা হবে। আইপিএলে আমরা সানরাইজার্সের হয়ে খেলেছি। ভীষণ উপভোগ করেছি। মাঠে ও মাঠের বাইরে আমরা অসংখ্য ভালো মুহূর্ত কাটিয়েছি। আমরা খুবই ভালো বন্ধু। কিন্তু এই মুহূর্তে দেশের হয়ে লড়তে হচ্ছে। যেখানে শতভাগ উজাড় করে দিতে হবে। এটা সত্যিই দারুণ যে আমরা দুজন দুই দলের অধিনায়ক। এটা হবে আমার জন্য চরম উপভোগ্য মুহূর্ত। আমি প্রতিটি মুহূর্তই উপভোগ করতে চেষ্টা করব।’

বিজ্ঞাপন

বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচটিকে সামনে রেখে অনেকেই হয়তো ভাবছেন, টেস্টের নবীন দলটির সঙ্গে হেসে-খেলেই জিতবে অভিজ্ঞ বাংলাদেশ। বিগত চার বছরের ধারাবাহিকতায় এই সিরিজেও জহুর আহেমেদের স্পিন স্বর্গে বাজিমাত করবে সাকিব আল হাসান ও তার দল!

অনুমিতভাবেই টাইগার ভক্তদের এমন ভাবনায় পানি ঢেলে দিলেন আফগান দলপতি রশিদ খান। আভাস দিলেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের। আর এই আভাসে তাকে জ্বালানি যোগাচ্ছে বাংলাদেশের সঙ্গে দলটির অতীত অভিজ্ঞতা। সাদা পোশাকে এটাই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ হলেও রঙিন পোশাকে ইতোমধ্যেই বাংলাদেশের বিপক্ষে ১২টি ম্যাচ খেলে ফেলেছে কাবুলিওয়ালারা। ওয়ানডেতে ৮টি, টি-টোয়েন্টিতে ৪টি। সেখানে সাকিবদের শক্তিমত্তা খুব কাছ থেকে পরখ করে দেখার সুযোগ তাদের হয়েছে। তাইতো তার এমন আত্মবিশ্বাসী মন্তব্য।

রশিদ খান যোগ করেন, ‘দেখুন, যখন টেস্ট খেলা শুরু করেছি প্রতিপক্ষ নিয়ে কখনো ভাবিনি। টেস্ট ক্রিকেট আমরা টেস্টের মতোই খেলি। অন্য ফরম্যাট থেকে আলাদা ভাবি। এটা সম্পূর্ণ ভিন্ন একটি ফরম্যাট যেখানে খেলতে আমরা দারুণ রোমাঞ্চিত এবং আমাদের শতভাগ দিতে চেষ্টা করব। আমরা দুই দল একে অপরকে জানি। আমরা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছি। আমরা ওদের ব্যাটসম্যান, বোলারকে জানি, ওরাও আমাদের ব্যাটসম্যান, বোলার সম্পর্কে জানে। অতএব দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ হবে। আমরা ফলাফল নিয়ে ভাবছি না। বরং সঠিকভাবে পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে ভাবছি।’

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০ টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

ছবি: শ্যামল নন্দী

অধিনায়ক টেস্ট বন্ধু রশিদ খান সাকিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর