নিষ্প্রাণ ম্যাচে আফিফের সেঞ্চুরি, অপেক্ষায় শান্ত
৫ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৫৫
সফরকারী শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে দুই ম্যাচ আন-অফিসিয়াল টেস্ট সিরিজের শেষ ম্যাচের তৃতীয় দিন শেষে বাংলাদেশ ইমার্জিং দলের সংগ্রহ ২০৮ রান। কক্সবাজারে চারদিনের ম্যাচে বারবারই হানা দিচ্ছে বৃষ্টি। তিন দিনে খেলা হয়েছে মাত্র ৬৬ ওভার। নিজেদের প্রথম ইনিংসে স্বাগতিকরা তৃতীয় দিন শেষে হারিয়েছে ৩ উইকেট।
নিষ্প্রাণ ম্যাচটি অনেকটাই ড্রয়ের পথে। চারদিনের ম্যাচে হাতে আছে একদিন। ব্যাটিংয়ে নেমে দলীয় ৬ রানের মাথায় ওপেনার সাইফ হাসানকে (৪) হারায় বাংলাদেশ। দলীয় ২১ রানের মাথায় বিদায় নেন আরেক ওপেনার আমিনুল ইসলাম (৯) এবং চার নম্বরে নামা ইয়াসির আলি।
এরপরই নিষ্প্রাণ ম্যাচে ব্যাট হাতে আলো ছড়ান দলপতি নাজমুল হোসেন শান্ত এবং আফিফ হোসেন ধ্রুব। চতুর্থ এই উইকেট জুটি অবিচ্ছিন্ন আছেন স্কোরবোর্ডে ১৮৭ রান যোগ করে। আফিফ ১৮০ বলে ১১টি চার আর দুটি ছক্কায় অপরাজিত আছেন ১০০ রান করে। আর শান্ত অপরাজিত ৮৮ রান করেছেন ১৭৩ বলে, যেখানে বাউন্ডারি ১০টি আর ওভার বাউন্ডারি তিনটি।
লঙ্কানদের হয়ে ১১ ওভারে ২৮ রান দিয়ে দুটি উইকেট পেয়েছেন জিহান দানিয়েল। ১৮ ওভারে ৪১ রান খরচায় একটি উইকেট পেয়েছেন মোহামেদ শিরাজ।