বক্স কান্ট্রির বিপক্ষে খেলবে না আর্জেন্টিনা
৭ সেপ্টেম্বর ২০১৯ ২০:৫৩
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে চিলির মুখোমুখি হয় আর্জেন্টিনা। আর কোপা আমেরিকার পর প্রথম আন্তর্জাতিক ম্যাচে ০-০ গোলের ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে আলবেসিলেস্তেদের। এই ম্যাচে ছিলেন না আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। আমেরিকার ক্যালিফর্নিয়ার লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কলিসিয়াম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি।
নিজেদের পরবর্তী প্রীতি ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। ১১ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচটি।
আগেই জানানো হয় আর্জেন্টিনা আগামী ১৩ অক্টোবর স্পেনের সান ম্যামেসে মুখোমুখি হবে বক্স কান্ট্রির। ম্যাচটির ভেন্যু ঠিক করা হয়েছিল লা লিগার স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের ঘরের মাঠকে। তবে, এই প্রীতি ম্যাচটি খেলবে না বলে জানিয়ে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
স্পেন সরকারের সাথে কাতালুনিয়ার মতোই বস্ক কান্ট্রি রিজিওনেরও অনেক দ্বন্দ্ব আছে। সাংস্কৃতিক এবং রাজনৈতিক দিক থেকে অনেক ভিন্নতাও আছে। একারণে লা লিগায় বস্ক কান্ট্রির অন্যতম শক্তিশালী ক্লাব অ্যাথলেটিক বিলবাওকে নানা সময় ঝামেলাও পোহাতে হয়েছে। লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের জন্ম হয়েছিল ১৮৯৮ সালে; রিয়াল, বার্সা এবং অ্যাতলেতিকো মাদ্রিদের আগে।
রাজনৈতিক কোনো ঝামেলা এড়াতেই হয়তো আর্জেন্টিনা এই ম্যাচটি আপাতত খেলতে চাইছে না। সেই সময়ে অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচ আয়োজনের দিকেই দৃষ্টি আর্জেন্টিনার। তবে, বক্স কান্ট্রি ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়, তারা আর্জেন্টিনার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। মেসি, আগুয়েরো, দিবালাদের ফুটবল ফেডারেশন খুব শিগগিরই নতুন তারিখ জানিয়ে দেবে বলেও জানায় বক্স কান্ট্রি।