Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারী বর্ষণে মাঠে গড়ানোর শঙ্কায় চট্টগ্রাম টেস্ট


৯ সেপ্টেম্বর ২০১৯ ০৯:২৫

চট্টগ্রাম থেকে: ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি সকাল পর্যন্ত গড়িয়েছে। চট্টগ্রামের আকাশ যেন চাইছেই এই টেস্ট যেন মাঠে না গড়ায়। এই রিপোর্ট লেখা অবধিও চলছে মূষলধারে বৃষ্টি। সকাল সাড়ে আটটার সময় দুই দলকে বহনকারী বাস স্টেডিয়ামে প্রবেশ করেছে। তবে শংকায় রয়েছে চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে মাঠে গড়ানোর। মূষলধারার এই বৃষ্টির কারণে মাঠে বল গড়ানোর সম্ভাবনা ক্ষীণই বলা চলে। আর এতে করে ম্যাচটি ড্র’র পথেই হাঁটছে।

বিজ্ঞাপন

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল চট্টগ্রাম টেস্টকে পোড়াবে বৃষ্টি। চতুর্থদিন তার কিছুটা দেখাও মিলেছিল। চতুর্থ দিন সকালে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ২ ঘণ্টা ১০ মিনিট পর ম্যাচ মাঠে গড়িয়েছিল। আর পঞ্চম দিন ভোর থেকেই বৃষ্টির ধারা চলছে। আবহাওয়া অধিদফতর অবশ্য বলছে সকাল ১০টার পর থেকে বৃষ্টি কমে যাওয়ার সম্ভবনা আছে।

জহুর আহমেদের পানি নিষ্কাসন ব্যবস্থা অবশ্য বেশ ভালো। কিন্তু মাঠের পানি নামা নিয়ে নিশ্চয় কোনো তাড়াহুড়ো করতে চাইবে না বাংলাদেশ। আফগানদের এই ম্যাচ জিততে প্রয়োজন আর মাত্র ৪টি উইকেট। অধিনায়ক সাকিব আল হাসান আর সৌম্য সরকার উইকেটে আছেন।

চট্টগ্রাম টেস্ট পঞ্চম দিন বাংলাদেশ-আফগানিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর