রামোসের রেকর্ডের রাতে জিতেছে স্পেন ও ইতালি
৯ সেপ্টেম্বর ২০১৯ ১১:০৩
উয়েফা ইউরো ২০২০ বাছাইপর্বের গ্রুপ ‘এফ’র ম্যাচে ফেরো আইল্যান্ডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্পেন। এ ম্যাচ দিয়ে কিংবদন্তি ইকার ক্যাসিয়াসের স্পেনের জার্সিতে ১৬৭ ম্যাচের রেকর্ড স্পর্শ করেছেন বর্তমান অধিনায়ক সার্জিও রামোস। রদ্রিগো আর পাকো আলকারের জোড়া গোলে ফেরো আইল্যান্ডকে উড়িয়ে দিয়েছে স্প্যানিশরা।
স্তাদিও মিউনিসিপালে ম্যাচের শুরু থেকেই ফেরো আইল্যান্ডের ওপর ছড়ি ঘোরাতে থাকে স্পেন। ম্যাচের মাত্র ১৩ মিনিটেই গোলের দেখে পেয়ে যায় রামোসরা। মিকেল ওয়ারজাবালের পাস থেকে গোল করেন রদ্রিগো। ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে স্পেন।
বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল করেন রদ্রিগো। ম্যাচের ৬০ মিনিটে মিকেল অয়ারজাবালাকে তুলে পাকো আলকারকে মাঠে নামায় স্পেন। আর তার ওপর আস্থার প্রতিদানও দিয়েছেন আলকার। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে দুই গোল করে স্পেনের বড় জয় নিশ্চিত করেন তিনি।
ম্যাচের ৯০ মিনিটে স্পেনের তৃতীয় আর নিজের প্রথম গোল করেন পাকো। আর অতিরিক্ত সময়ের তিন মিনিটে আরও এক গোল করেন পাকো। আর এতেই ৪-০ গোলের বড় জয় পায় স্প্যানিশরা।
অন্যদিকে গ্রুপ ‘জে’র ম্যাচে ফিনল্যান্ডকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে ইতালি। ম্যাচের ৫৯ মিনিটে কাইরো ইম্মোবিলের গোলে এগিয়ে যায় ইতালিয়ানরা। তবে ম্যাচের ৭২ মিনিটে টেমু পুক্কির গোলে সমতায় ফেরে ফিনিশরা। এরপর ৭৯ মিনিটে পেনাল্টি পায় ইতালি। আর পেনাল্টি থেকে গোল করতে একদমই ভুল করেননি জর্জিনহো।
গোল করে দলের জয় নিশ্চিত করেন জর্জিনহো। আর এতেই ইউরোর বাছাইপর্বের ‘জে’ গ্রুপের শীর্ষ স্থান পাকা করল ইতালি।
ইতালি-ফিনল্যান্ড' উয়েফা ইউরো বাছাইপর্ব ২০২০ সার্জিও রামোস স্পেন-ফেরো আইল্যান্ড