জয়ে ফিরেছে জার্মানী
১০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৩
উয়েফা ইউরো ২০২০ সালের বাছাইপর্বে ‘সি’ গ্রুপের শীর্ষে অবস্থান জার্মানীর। গ্রুপ পর্বের এর আগের ম্যাচে নেদারল্যান্ডের কাছে ৪-২ ব্যবধানে হেরে বেশ পিছিয়ে পড়ে জার্মানরা। তবে বেলফাস্টের উইন্ডসর পার্কে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের জয়ে স্বস্তিতে ফিরেছে জার্মান শিবির।
রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ বিশ্বকাপের পর থেকেই সময়টা ভাল যাচ্ছে না জার্মান ফুটবলের। উয়েফা নেশনস লিগে নেদারল্যান্ড আর ফ্রান্সের কাছে হেরে বাদ পড়তে হয়েছিল আগে ভাগেই। এরপর ইউরোর বাছাইপর্বে আবারও হার নেদারল্যান্ডের কাছে। তবে এবার কিছুটা স্বস্তিতে ফিরেছে জোয়াকিম লো’র শিষ্যরা।
বেলফাস্টে ম্যাচের প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি দু’দলের কেউই। তবে বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৮ মিনিটে মারসেল হালস্টেন্সবার্গের গোলে লিড নেয় জার্মানি। এরপর আক্রমণের পর আক্রমণে এক প্রকার কোণঠাসা করে ফেলে নর্দান আয়ারল্যান্ডকে।
তবে দ্বিতীয় গোলের দেখা মিলছিলই না জার্মানদের। ম্যাচের প্রায় ৭৫ শতাংশ বল নিজেদের দখলে রাখা জার্মানরা ভাবছিল ১-০ গোলের জয় নিয়েই হয়তো সন্তুষ্ট থাকতে হবে। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে সার্জি গ্ন্যাবরির গোলে ২-০ গোলে এগিয়ে যায়। আর এতেই গ্রুপ পর্বের পাঁচ ম্যাচের চারটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে জার্মানী।
উয়েফা ইউরো বাছাইপর্ব ২০২০ জার্মানী জার্মানী-নর্দান আয়ারল্যান্ড