১০ তারকাকে ছাড়াই পাকিস্তানে যাবে লঙ্কানরা
১০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১৯
২০০৯ সালে সন্ত্রাসী শ্রীলঙ্কার টিম বাসে হামলার পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট নেই বললেই চলে। দেশটির ক্রিকেট বোর্ডের নানান সময়ে নানান অনুরোধে গত কয়েক বছর যদিও একটু-আধটু ক্রিকেট ফিরেছে তারপরও সেখানে খেলতে যেতে চাইছেন না তারকা ক্রিকেটাররা।
এবার পাকিস্তান নিজেদের মাটিতে আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কাকে। পাকিস্তানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা শ্রীলঙ্কার।
লঙ্কানরা যাবে ঠিকই তবে, তারকা ক্রিকেটারদের পাচ্ছে না এই সফরে। ওয়ানডে অধিনায়ক দিমুথ করুনারত্নে, টি-টোয়েন্টির দলপতি লাসিথ মালিঙ্গারা পাকিস্তান সফরে যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তারা পাকিস্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। সব মিলিয়ে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন শ্রীলঙ্কার ১০ সিনিয়র ক্রিকেটার।
লঙ্কান বোর্ড আগেই জানিয়ে রেখেছিল নিরাপত্তার শঙ্কা থাকলে নাম প্রত্যাহার করে নেওয়া যাবে। করুনারত্নে-মালিঙ্গার সাথে এই সফরে যেতে চাইছেন না নিরোশান দিকওয়েলা, কুশল পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, আকিলা ধনাঞ্জয়া, অ্যাঞ্জেলো ম্যাথুজ, সুরাঙ্গা লাকমাল, দিনেশ চান্দিমাল।