Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবাহনীকে জেতালেন ব্যাটে-বলে উজ্জ্বল মাশরাফি


৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:০২

স্টাফ করেসপন্ডেন্ট

 

মৌসুমের প্রথম ম্যাচেই তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন। আজ আবারও ব্যাটে বলে উজ্জ্বল মাশরাফি বিন মুর্তজা। ফিফটির সঙ্গে চার উইকেটে এবার কলাবাগানের বিপক্ষে ৩৬ রানের জয় এনে দিলেন আবাহনীকে।

মাশরাফি যখন ক্রিজে নেমেছিলেন, ১০৫ রানে আবাহনী হারিয়ে ফেলেছে ৬ উইকেট। সাইফ হাসানের প্রথম বলে আউট দিয়ে শুরু, এরপর শুধু নাজমুল হোসেন শান্ত ছাড়া টপ অর্ডারের বাকি সবাই ছিলেন আসা যাওয়ার মিছিলে। ৩৭ রানে ফিরে যান এনামুল হক বিজয়, ৬৮ রানে ফিরে যান নাসির হোসেন। ৭৬ রানে ফিরে যান মোহাম্মদ মিঠুনও। তবে এক প্রান্ত আগলে রেখেছিলেন শান্ত, শেষ পর্যন্ত ৮৩ বলে ৫৫ রান করে আউট হয়ে যান। ৯৯ রানে ফিরে যান শান্ত, এরপর ১০৫ রানে হারিয়ে ফেলে এসএম রানাকেও।

এরপরেই শুধু ব্যাটসম্যান মাশরাফি অধ্যায়। মোসাদ্দেক হোসেনকে নিয়ে সপ্তম উইকেটে যোগ করেছেন ৯৮ রান। জাতীয় দল থেকে বাদ পড়ার পরেই প্রিময়ার লিগে ফিরে ৭৩ বলে ৪০ রানের ইনিংস খেলেছেন মোসাদ্দেক। তবে মাশরাফি খেলেছেন তাঁর মতোই, ৪৪ বলেই পেয়েছেন ফিফটি। শেষ পর্যন্ত ৫৪ বলে ৬৭ রান করে আউট হয়েছেন, তিনটি চারের সঙ্গে যাতে ছিল পাঁচটি ছয়। শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে আবাহনী অলআউট হয়েছে ২১৭ রানে। কলাবাগানের মুক্তার আলী নিয়েছেন ৩ উইকেট।

এই রান তাড়া করে ৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে বসে কলাবাগান, যার দুইটিই নিয়েছেন মাশরাফি। আশরাফুল, তাইবুররা চেষ্টা করলেও রান রেটটা অনেক বেড়েই যাচ্ছিল। মুক্তার আলীর ৩৯ বলে ৪০ রানের ইনিংসটাও তাই কাজে দেয়নি। শেষ স্পেলে ফিরে আরও দুইটি উইকেট নিয়েছেন মাহসরাফি, ৪৯ রানে পেয়েছেন চারটি। ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। প্রিমিয়ার লিগে এটি আবাহনীর টানা দ্বিতীয় জয়।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/ এএম/এসএন

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর