Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দায়িত্ব নিয়েই আর্জেন্টাইন স্ট্রাইকারকে চাইছেন ম্যারাডোনা


১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্জেন্টিনা জাতীয় দলের নয়, দেশটির একটি ক্লাবের কোচ হয়ে নিজের দেশে ফিরছেন দিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার প্রথম বিভাগের ক্লাব জিমন্যাসিয়া ওয়াই এসগ্রিমা লা প্লাতার কোচ হয়েছেন তিনি। ২০১০ সালে জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর এই প্রথম নিজ দেশে কোচিং করাবেন বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তি। আর দায়িত্ব নিয়েই দলে টানতে চাইছেন আর্জেন্টিনার জার্সি গায়ে মাত্রই অভিষেক হওয়া স্ট্রাইকার আদোলফো গাইচকে।

এর আগে মেক্সিকান দ্বিতীয় বিভাগের ক্লাব দোরাদোসের হয়ে এক বছর কোচের দায়িত্ব পালন করেন ম্যারাডোনা। সেখানে ৯ মাস কোচিং করালেও দলটিকে শীর্ষ লিগে তুলতে ব্যর্থ হন তিনি। পরে কাঁধে ও হাঁটুতে অস্ত্রোপচার করানোর জন্য গত জুনে দলটির দায়িত্ব ছাড়েন ৫৮ বছর বয়সী সাবেক এই ফুটবলার।

বিজ্ঞাপন

সদ্যই মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেক হয় দলে চমক হিসেবে জায়গা করে নেওয়া ২০ বছর বয়সী স্ট্রাইকার আদোলফো গাইচের। সান লরেঞ্জের এই তরুণ স্ট্রাইকারকে নিজের দলে টানার চেষ্টায় আছেন জিমন্যাসিয়ার নতুন কোচ ম্যারাডোনা।

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আলো ছড়িয়ে নজরে এসেছিলেন তরুণ স্ট্রাইকার গাইচ। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া গাইচ চলতি বছর প্যান আমেরিকান গেমসে আর্জেন্টিনা যুবদলের হয়ে সোনা জিতেছেন। অনূর্ধ্ব-২৩ দলের হয়ে এখন পর্যন্ত ৫ ম্যাচে ৬ গোল করেছেন সম্ভাবনাময় এই সেন্ট্রাল ফরোয়ার্ড। এছাড়া গত বছর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও দারুণ পারফর্ম করেন গাইচ। আর নিজের অভিষেক ম্যাচেই আর্জেন্টিনাকে ৪-০ গোলে মেক্সিকোকে হারাতে দেখেছেন তিনি। এরই মধ্যে সান লরেঞ্জের কাছে প্রস্তাব পাঠিয়েছেন ম্যারাডোনা।

এবার নিজের দেশ আর্জেন্টিনায় ক্লাব ফুটবলের ডাগআউটে দাঁড়াতে দেখা যাবে ম্যারাডোনাকে। আগেই ক্লাবের সঙ্গে চুক্তির ৮০ শতাংশ কাজ শেষ হয়েছিল জানান তার আইনজীবী মাতিয়াস মোরলা। নতুন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, আগামী মৌসুমের জন্য ম্যারাডোনা তাদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছেন।

নতুন মৌসুমের পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে জিমন্যাসিয়া। টেবিলের তলানিতে থাকা দলটি ম্যারাডোনার অধীনে ঘুরে দাঁড়াতে চায়।

আর্জেন্টিনা কোচ ম্যারাডোনা স্ট্রাইকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর