Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাদা পোশাকে হারিয়ে গেছেন ওয়ার্নার


১৩ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৫৪

২০১৭ সালের ২৬ ডিসেম্বর, মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। সেটি ছিল তার টেস্ট ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি। ৭৯ ম্যাচের ১৪৬ ইনিংস খেলা ওয়ার্নার তারপর আর কোনো সেঞ্চুরির দেখা পাননি। এক বছরের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শেষে আবারো মাঠে ওয়ার্নার, কিন্তু তার ব্যাট যেন রানের সাথে আড়ি নিয়েছে।

চলতি অ্যাশেজের মধ্যদিয়েই ওয়ার্নার টেস্টে ফিরেছেন। খেলেছেন ৯টি ইনিংস। ফিফটির দেখা পেয়েছেন একটি, বাকি আটটি ইনিংসেই নেই দুই অঙ্কের রান। আছে টানা তিনটি ০।

বিজ্ঞাপন

বার্মিংহামে সিরিজের প্রথম ম্যাচে ওয়ার্নার করেন ২ ও ৮ রান। লর্ডসে তার ব্যাট থেকে এসেছে ৩ ও ৫ রান। লীডসে প্রথম ইনিংসে করেছিলেন ৬১ রান। আর দ্বিতীয় ইনিংসে মেরেছিলেন ডাক। ম্যানচেস্টারে দুই ইনিংসেই ছিল ০ রান। আর সবশেষ আজ (শুক্রবার, ১৩ সেপ্টেম্বর) ওভালের শেষ টেস্টের প্রথম ইনিংসে করলেন ৫ রান।

অস্ট্রেলিয়া ওপেনার ওয়ার্নার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর