Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম আবাহনীর ‘টানা’ না আরামবাগের প্রথম


৯ ফেব্রুয়ারি ২০১৮ ২০:০৯

স্টাফ করেসপন্ডেন্ট

তিন তিনটা ফেডারেশন কাপের ফাইনালে গিয়েও ছুঁয়ে দেখা হয়নি শিরোপা। মতিঝিলের ক্লাব আরামবাগের ‘দুঃখ’ মনে হয় এটাই। তবে, মারুফুল হকের কোচিংয়ে এবার তরুণ দলটি প্রথমবারের মতো স্বাধীনতা কাপের ফাইনালে পা রেখেছে। পুরো টুর্নামেন্টে যেভাবে চমক দেখিয়েছে ক্লাবটি। অন্যদিকে চট্টগ্রাম আবাহনীরও শিরোপা ধরে রাখার লড়াইয়ে মাঠে নামবে।

শনিবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘ওয়াল্টন স্বাধীনতা কাপ-১৮’র ফাইনালটি বিকেল চারটায় শুরু হবে।

এর আগে চট্টগ্রাম আবাহনী-সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে গ্রুপ বাধা পেরিয়ে শেষ চারে লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীকে চমকে দিয়েছে মারুফুল হকের শিষ্যরা। সঙ্গে সেমিতে শেখ জামালকে হার উপহার দিয়ে ফাইনালে পা রেখেছে সুফিলরা। চার বিপক্ষ দলই সবশেষ বিপিএলের সেরা চার দল। তবে, স্বাধীনতা কাপে আরামবাগের প্রথম বলেই কিনা একটু নার্ভাস সুফিলরা। অধিনায়ক সুফিল জানালেন, ‘ফেডারেশন কাপের ফাইনাল খেলে এত ভালো লাগে নি। স্বাধীনতা কাপের ফাইনালে এসে প্রেসার অনুভব করছি। চ্যাম্পিয়ন হতে হলে সিনিয়রদের ও কোচেদের প্রেরণা লাগবে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো।’

একেবারে তরুণ নির্ভর দল নিয়ে সেরাটা দিতে চান দলের কোচ মারুফুল হকও, ‘ইয়াংদের নিয়ে কাজ করা চ্যালেঞ্জিং ছিল। প্লেয়ারদের অব্যশই মনোযোগী থাকতে হবে। খেলোয়াড়দের অবশ্যই সেরাটা দিয়ে খেলতে হবে।’

শেখ রাসেলকে শেষ আটে উড়িয়ে দিয়ে সেমিতে রহমতগঞ্জকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়া চট্টগ্রাম আবাহনীও ম্যাচে ছেড়ে কথা বলবেন না বলে জানালেন দলের কোচ জুলফিকার মাহমুদ মিন্টু ও অধিনায়ক আশরাফুল ইসলাম রানা। তারা জানান, ‘টুর্নামেন্টের শেষবার (২০১৬) সালে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এবারও শিরোপা ধরে রাখবো। পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো খেলেছি। এবারও চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করতে চাই।’

বিজ্ঞাপন

ফাইনালে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক থাকবেন বলে জানান পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুশের্দী। আগামীকাল বিকাল ৪ টা থেকে বিটিভি ওয়ার্ল্ডে খেলাটি সরাসরি সম্প্রচার করা হবে বলে জানা যায়। এছাড়াও প্রথম আলো ও সময়টিভি তাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি ম্যাচটি মাঠ থেকে দেখাবে বলে জানা যায়।

আরামবাগের প্রথম না চট্টগ্রাম আবাহনী দ্বিতীয়? কার হাতে শিরোপা যাবে এটা শনিবার সন্ধ্যার পরই জানা যাবে। স্টেডিয়ামেই। শুধু স্থানীয়দের নিয়ে কোনও টুর্নামেন্টের ফাইনাল দেখতে পারেন দর্শক।

 

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

সিনিয়র সাংবাদিক বদিউল আলম আর নেই
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১

সম্পর্কিত খবর