Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিছিয়ে পড়া লিভারপুলকে জেতালেন সাদিও মানে-সালাহ


১৪ সেপ্টেম্বর ২০১৯ ২০:০৩

ঘরের মাঠ অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুল আতিথ্য জানিয়েছিল নিউ ক্যাসেলকে। শুরুতেই পিছিয়ে পড়লেও জার্গেন ক্লপের শিষ্যরা পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। নিউ ক্যাসেলকে ৩-১ গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

অ্যানফিল্ডে খেলতে নেমে অতিথি নিউ ক্যাসেল ম্যাচের সপ্তম মিনিটেই লিড নেয়। জেত্রো উইলিয়ামসের গোলে এগিয়ে গেলেও স্বাগতিক লিভারপুলের সঙ্গে পেরে উঠেনি তারা। ম্যাচের ২৮তম মিনিটে দলকে সমতায় ফেরান লিভারপুলের সেনেগাল তারকা সাদিও মানে। ম্যাচের ৪০ মিনিটের মাথায় নিজের ও দলের দ্বিতীয় গোলটিও করেন সাদিও মানে। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটের মাথায় দলের তৃতীয় গোলটি করেন মিশরীয় কিং মোহামেদ সালাহ। বাকি সময়ে কোনো দল গোল না পেলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

বিজ্ঞাপন

পুরো ম্যাচে এগিয়ে ছিল লিভারপুল। বলের নিয়ন্ত্রণ ৭৬ শতাংশ ধরে রাখার পাশাপাশি শট নিয়েছে ২১টি। ৮৪০ পাসের ম্যাচে পাসের অ্যাকুরিসি সঠিক ছিল ৯০ শতাংশ। ক্লপ শিষ্যরা দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ তৈরি করলেও নিউ ক্যাসেলের জাল খুঁজে পায়নি।

এই ম্যাচে গোল করার মধ্যদিয়ে অনন্য এক রেকর্ডে নাম লেখান সালাহ। লিভারপুলের জার্সিতে ঘরের মাঠ অ্যানফিল্ডে ৪১ ম্যাচে সরাসরি ৫০টি গোলের সঙ্গী হয়েছেন এই মিশরীয় তারকা। নিজের গোল করেছেন ৩৬টি আর সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরও ১৪টি। এদিকে, অনন্য এক রেকর্ডে নাম লিখিয়েছেন সাদিও মানে। প্রিমিয়ার লিগে ঘরের মাঠ অ্যানফিল্ডে সাদিও মানে যত ম্যাচে গোল করেছেন তত ম্যাচে হারেনি লিভারপুল। ৩৪ ম্যাচে গোলের দেখা পাওয়া সাদিও মানে ৩২ ম্যাচেই দলকে জিততে দেখেছেন, বাকি দুটি ম্যাচ ড্র হয়।

বিজ্ঞাপন

পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতলো লিভারপুল। সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে তারা। চার ম্যাচের তিনটিতে জেতা ম্যানচেস্টার সিটি আছে দুই নম্বরে।

নিউ ক্যাসেল প্রিমিয়ার লিগ মোহামেদ সালাহ লিভারপুল সাদিও মানে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর