Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ ড্র তবুও অ্যাশেজ অজিদের


১৬ সেপ্টেম্বর ২০১৯ ১১:১৬

অ্যাশেজর পঞ্চম এবং শেষ টেস্টে দ্য ওভালের চতুর্থ দিনে অজিদের ৩৯৯ রানের জয়ের লক্ষ্য ছুঁড়ে দেয় ইংল্যান্ড। প্রায় ৪শ রানের জয়ের লক্ষ্য তাড়া করাটা চারটেখানি কথা নয়। যদিও এর আগেও এমনটা ইংল্যান্ডের মাটিতে করে দেখিয়েছে অজিরা। তবে সেটা ছিল ১৯৪৮ সালে। তখন অজিদের অধিনায়কত্বের ভার ছিল স্যার ডন ব্র্যাডম্যানের ওপর। এমন কিছু করতে হলে অবিশ্বাস্য কিছুই করতে হয়। আশা ছিল অমানবিক ফর্মে থাকা স্মিথ ছিলেন বলেই। তবে না ব্র্যাডম্যানকে ফিরিয়ে আনতে পারেননি স্মিথ ৫৩ বলে মাত্র ২৩ রান করেই সাজঘরে ফিরতে হয়েছিল তাকে। আর এতেই এবারের অ্যাশেজে প্রথমবারের মতো ৮০ রানের নিচে আউট হন স্মিথ।

বিজ্ঞাপন

এবারের অ্যাশেজে বরাবরের মতোই ব্যর্থ অজিদের উদ্বোধনী জুটি। ডেভিড ওয়ার্নার আবারও ব্যর্থ অজিদের হয়ে কিছু করে দেখাতে। আর এই ইনিংসে স্মিথও পারেননি কিছু করতে। তবে একমাত্র ম্যাথিউ ওয়েডই লড়েছেন আর্চার-ব্রডদের বিপক্ষে। ক্যারিয়ারের চতুর্থ শতকের দেখাও পেয়েছেন ওভালে। শেষ পর্যন্ত অবশ্য ওয়েডের ১১৭ রানের ইনিংসটা হয়েছে মূল্যহীন। স্মিথদের ম্যাচ হাত ছাড়া হয়েছে ১৩৫ রানের বড় ব্যবধানে। ইংলিশদের এই জয়ে সিরিজে অবশ্য ২-২ সমতাই শেষ হয়েছে। তবে আগেই চতুর্থ টেস্ট জিতে অ্যাশেজ ধরে রাখার কাজটা সেরে রেখেছিল অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন


ওভালে ৩৯৯ রানের আকাশ সমান লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে যায় ২৬৩ রানেই। চতুর্থ দিনে দুই উইকেট হাতে নিয়ে ৩১৩ রানে দিন শুরু করেছিল ইংলিশরা। গত দিনের সাথে মাত্র ১৬ রান যোগ করেই ফিরে যান আর্চার এবং লিচ। আর এতেই অজিদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৯৯ রানের।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই স্টুয়ার্ট ব্রডের বোলিং তোপের মুখে পড়ে অজি ব্যাটসম্যানরা। স্কোরবোর্ডে ১৮ রান উঠতেই হ্যারিসকে সাঁজঘরে ফেরত পাঠান ব্রড। এরপর ২৯ রানের মাথায় এবারের অ্যাশেজে সপ্তমবারের মতো ওয়ার্নারকে নিজের শিকারে পরিণত করেন ব্রড।

দুই ওপেনার আউট হয়ে যাওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অজিরা। দলীয় মাত্র ৮৫ রানে ৪ উইকেট হারালে ব্যাটিং বিপর্যয়ের শঙ্কায় পড়ে অজিরা। কারণ ততক্ষণে অস্ট্রেলিয়ার দুই আস্থার প্রতীক লাবুশেন ও স্মিথও ফিরে যান। তবে ম্যাথিউ ওয়েড শতক হাঁকিয়ে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করলেও তা কেবল অজিদের পরাজয়ের ব্যবধানটিই কমিয়েছে।

দ্বিতীয় ইনিংসে ইংলিশদের হয়ে ৪টি করে উইকেট নেন ব্রড এবং লিচ। আর বাকি দুইটি উইকেট শিকার করেন জো রুট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া জোফরা আর্চার হয়েছেন ম্যাচসেরা। আর পুরো অ্যাশেজে অসাধারণ ব্যাটিং করা স্টিভেন স্মিথ হয়েছেন সিরিজ সেরা। প্রায় ১১১ ব্যাটিং গড়ে স্টিভ এই সিরিজে করেছেন ৭৭৪ রান। সর্বকালের সেরা তালিকায় ১২তম হয়েই শেষ করেছেন স্মিথ।

অ্যাশেজ অস্ট্রেলিয়ার ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ইংল্যান্ডের জয় জোফরা আর্চার দ্য অ্যাশেজ দ্য ওভাল পঞ্চম টেস্ট স্টিভ স্মিথ

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর