Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেইমার-এমবাপে, রামোস-মদ্রিচ ছাড়াই মুখোমুখি রিয়াল, পিএসজি


১৬ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৮

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০১৯-২০২০ মৌসুম শুরু হচ্ছে বৃহস্পতিবার রাত একটায়। গ্রুপ ‘এ’র ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেইনের বিপক্ষের ম্যাচ দিয়ে এবারের মৌসুম শুরু রিয়াল মাদ্রিদের। প্রথম ম্যাচে পার্ক ডে প্রিন্সে ১৩বারের শিরোপাধারীদের আতিথ্য দেবে পিএসজি। তবে দু:শ্চিন্তা যেন ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের পিছু ছাড়ছে না। নিষেধাজ্ঞার কারণে প্রথম ম্যাচ খেলতে পারবেন না নেইমার জুনিয়র, আর সেই সাথে দলে থাকছেন না কিলিয়ান এমবাপেও।

বিজ্ঞাপন

গেল মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ হেরে রেফারির বিরুদ্ধে কটূক্তি করে নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন নেইমার। আর এই কারণেই এবারের মৌসুমের প্রথম ম্যাচে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে পারবেন না এই ব্রাজিলিয়ান। নেইমার নিষেধাজ্ঞায় পড়ে খেলতে পারবেন না, আর তার সাথে আরও খেলতে পারবেন না ফ্রেঞ্চ তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

লিগ ওয়ানের ম্যাচে টৌলাজের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ে এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যান এমবাপে। আর পিএসজির চিকিৎসকরা নিশ্চিত করেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে ফেরা হচ্ছে না তার। তবে কেবল নেইমার আর এমবাপেই নয়, প্রথম ম্যাচে খেলা হচ্ছে না এডিনসন কাভানিরও। এমবাপের সাথে একই ম্যাচে ইনজুরিতে পড়েন কাভানিও।

তবে কাভানি ইনজুরি থেকে ফিরবেন রিয়ালের বিপক্ষে ম্যাচের আগেই। ইনজুরি থেকে ফিরলেও ম্যাচ খেলার জন্য যথেষ্ট ফিটনেস থাকবে কিনা সে শঙ্কা রয়ে যাচ্ছে কাভানিকে নিয়ে। আর তাই তো চ্যাম্পিয়নস লিগের মৌসুমের প্রথম ম্যাচেই দলের প্রধান তিন আক্রমণভাগের খেলোয়াড় ছাড়ায় মাঠে নামতে হবে পিএসজিকে।

অন্যদিকে রিয়াল মাদ্রিদ শিবিরেও রয়েছে ইনজুরির আঘাত। মৌসুম শুরুর আগেই পায়ের লিগামেন্ট ইনজুরিতে পড়ে মৌসুম শেষ মার্কো এসেনসিওর। আর আন্তর্জাতিক প্রীতি ম্যাচ থেকে ফিরে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন লস ব্ল্যাঙ্কোসদের মধ্যমাঠের মধ্যমণি লুকা মদ্রিচ। আর নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচ খেলতে পারবেন না অধিনায়ক সার্জিও রামোস এবং ড্যানিয়েল কার্ভাহাল।

তবে লস ব্ল্যাঙ্কোস সমর্থকদের জন্য সুসংবাদ ইনজুরি কাটিয়ে লা লিগার ম্যাচে অভিষেক ঘটেছে এডেন হ্যাজার্ডের আর হামেস রদ্রিগেজ খেলেছেন পুরো ম্যাচ। সেই সাথে সম্পূর্ণ সুস্থ আছেন গ্যারেথ বেল এবং করিম বেঞ্জেমাও।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ স্পেটেম্বর) বাংলাদেশ সময় রাত একটায় ফ্রান্সের পার্ক ডে প্রিন্সে অনুষ্ঠিত হবে রিয়াল মাদ্রিদ এবং পিএসজির মধ্যকার গ্রুপ ‘এ’র প্রথম ম্যাচটি।

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০১৯-২০২০ এমবাপে গ্রুপ এ নেইমার রামোস রিয়াল মাদ্রিদ-পিএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর