Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোচ বরখাস্ত, সংবাদ সম্মেলন বয়কট ভ্যালেন্সিয়ার ফুটবলারদের


১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গেল মৌসুমে প্রায় ১৯ বছর পর বার্সেলোনাকে হারিয়ে কোপা দেল রে’র চ্যাম্পিয়ন হয় ভ্যালেন্সিয়া। আর এই অসম্ভবকে সম্ভব করেন ভ্যালেন্সিয়া কোচ মার্সেলিনো। কোচিং স্টাফ থেকে শুরু করে ফুটবলারদের কাছে খুবই শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছিলেন মার্সেলিনো। আর নতুন মৌসুমের তিন ম্যাচ শেষেই তাকে বরখাস্ত করা হলো রহস্যজনক ভাবে।

কেবল ভ্যালেন্সিয়াকে কোপা দেল রে’ই জেতাননি মার্সেলিনো। সেই সাথে দলকে কোয়ালিফাই করিয়েছেন চ্যাম্পিয়নস লিগেও। আর এবার সেই চ্যাম্পিয়নস লিগের প্রেস কনফারেন্স বয়কট করলেন ভ্যালেন্সিয়া ফুটবলাররা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত একটায় চেলসির বিপক্ষে স্টামফোর্ড ব্রিজে খেলবে ভ্যালেন্সিয়া।

বিজ্ঞাপন

ব্লুজদের বিপক্ষের ম্যাচটিকেই তাই ভ্যালেন্সিয়ার ফুটবলাররা বেছে নিলেন প্রতিবাদের জন্য। বরখাস্ত হওয়ার পর সাবেক ভ্যালেন্সিয়া কোচ মার্সেলিনো সাক্ষাৎকারে বলেছেন, ‘বার্সেলোনাকে কোপা দেল রে’তে হারানোর জন্যই তাকে বরখাস্ত করা হয়েছে।’

খেলোয়াড়দের কাছে প্রচন্ড শ্রদ্ধার পাত্র ছিলেন এই কোচ তা বলার অপেক্ষা রাখে না। আর ১৯ বছর পর কোনো মেজর শিরোপা জেতানো কোচকে হুট করে কোনো কারণ ছাড়াই বরখাস্ত করাটা খেলোয়াড়রাও মেনে নেননি সহজ ভাবে।

লা লিগার এবারের মৌসুমে বার্সেলোনার বিপক্ষের ম্যাচের আগেই ঘোষণা আসে এই ম্যাচ থেকে ডাগ আউটের দায়িত্বে থাকবেন না তিনি। মার্সেলিনো নিজে তো বটেই, কোচিং স্টাফ, খেলোয়াড় থেকে শুরু করে সমর্থক পর্যন্ত সবাইই বিস্মিত হয় এমন হটকারী সিদ্ধান্তে। আর ইতোমধ্যে সমর্থকরা এর প্রতিবাদও জানিয়েছে। বাকি ছিল ফুটবলারদের পক্ষ থেকে কোনো প্রতিবাদের। চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেই দেখা মিলল খেলোয়াড়দের প্রতিবাদ।

ফুটবলারদের সংবাদ সম্মেলন বয়কটের বিষয় নিয়ে বর্তমান কোচ আলবার্ট ক্যালাদেসকে প্রশ্ন করা হয়। বর্তমান কোচ বলেন, ‘আমি আসলে এই ব্যাপারে কিছুই বলতে পারবো না। এটা সম্পূর্ণ খেলোয়াড়দের সিদ্ধান্ত। আমার সাথে খেলোয়াড়দের কোনো প্রকার সমস্যা হয়নি। আমাকে তারা যথেষ্ট সম্মানের সাথে দেখেছে।’

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০১৯-২০২০ চেলসি-ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া কোচ মার্সেলিনো সংবাদ সম্মেলন বয়কট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর